#নয়াদিল্লি: ভারতে অব্যাহত নোভেল করোনা ভাইরাসের দাপট। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪,৫০৬। মৃত্যু হয়েছে ৭৭৫ জনের। মুম্বই, দিল্লি, কলকাতা, ইন্দোর-সহ একাধিক শহরের করোনা পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভয়াবহ হয়ে উঠছে। পরীক্ষা জরুরি? কিন্তু কিট কই? বিশ্বজুড়েই করোনা-কিটের আকাল। ভারতেও একই ছবি। তাই গুণে গুণে হিসেব করে কিটের ব্যাবহার। দেশীয় প্রযুক্তিতে COVID-19 টেস্ট কিট তৈরি করে ফেলেছেন আইআইটি দিল্লির গবেষকরা। সেই টেস্ট কিটকে অনুমোদন দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। এই প্রথমবার দেশের কোনও অ্যাকাডেমিক ইনস্টিটিউটের বানানো টেস্ট কিটকে স্বীকৃতি দিল আইসিএমআর। দাবি করা হয়েছে যে এই কিটের মাধ্যমে নির্ভুলভাবে কম খরচে করোনা পরীক্ষা সম্ভব হবে।
আইআইটি দিল্লির পরিচালক অধ্যাপক রাম গোপাল রাও জানিয়েছেন, 'আমরা এই বিষয়ে জানুয়ারির শেষ থেকে কাজ করতে শুরু করেছিলাম যা তৈরি হতে তিনমাস সময় নিয়েছে। আমরা এটি কম খরচে পরীক্ষার উপযোগী করতে চেয়েছিলাম যা অনেক বেশিও মানুষ ব্যবহার করতে পারেন। এই টেস্ট কিটের মাধ্যমে ৩০০ টাকায় লালারসের নমুনা পরীক্ষা করা যাবে।' অধ্যাপক ভি পেরুমল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘আমরা জানুয়ারির শেষদিকে এই টেস্ট কিট নিয়ে কাজ শুরু করেছিলাম। তিন মাসে এটা তৈরি করে ফেলেছি আমরা।'
Delhi: IIT-Delhi has developed #COVID19 test kit that has been approved by ICMR. "We started working on it by end of Jan&got it ready in 3 months.We wanted to contribute to affordable low-cost diagnostics that could be used in large numbers",V Perumal,Professor at IIT-Delhi said. pic.twitter.com/ez0Z7gaKEA
— ANI (@ANI) April 24, 2020
বর্তমানে বাজারে চালু পরীক্ষার পন্থাগুলি ‘ফ্লুরোসেন্ট প্রোব-নির্ভর’, কিন্তু, আইআইটি-র তৈরি করা পন্থা ‘প্রোব-মুক্ত’। তা সত্ত্বেও এটি সঠিক ফল দিতে সক্ষম।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, ICMR, IIT delhi, Test kit