#লখনউ: কুশীনগরের বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের ছাড়পত্র পেল ডিজিসিএ-র কাছ থেকে। কুশীনগর উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের ছাড়পত্র পেল। এর আগে লখনউ এবং বারাণসীর দু'টি বিমানবন্দর এই ছাড়পত্র পেয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় আসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ট্যুইট করে এ খবর জানিয়ে বলেছেন, "কুশীনগর বিমানবন্দর ডিজিসিএ-র প্রয়োজনীয় ছাড়পত্র পেয়েছে। উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক এই বিমানবন্দর ওই এলাকার বৌদ্ধ সার্কিটকে কেন্দ্র করে তৈরি হওয়া পর্যটন শিল্পে নয়া জোয়ার নিয়ে আসবে। এই কুশীনগরেই ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।"
বহুদিন আগেই বিহারের বুদ্ধগয়ায় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে এবং ওই বিমানবন্দরকে কেন্দ্র করে নিয়মিত ওখানে শ্রীলঙ্কা, তাইল্যান্ড, জাপান, মালেশিয়া-সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসেন। এতে অর্থনৈতিক ভাবেও লাভবান হয়েছে বিহার। একই ভাবে উত্তরপ্রদেশও কুশীনগরকে কেন্দ্র করে লাভবান হবে বলে মনে করছেন উত্তরপ্রদেশ সরকারের পদস্থ আধিকারিকেরা। বিদেশ থেকে আসা পর্যটকদের জন্য যেমন সুবিধা হবে এই আন্তর্জাতিক বিমানবন্দর, তেমনই আয়র উৎস বাড়বে সরকারেরও৷ মত আধিকারিকদের৷ ফলে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলেই মনে করা হচ্ছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।