হোম /খবর /দেশ /
এই গতিতে করোনা সংক্রমণ বাড়তে থাকলে ৫ রাজ্যে কম পড়তে পারে ICU বেড

এই গতিতে করোনা সংক্রমণ বাড়তে থাকলে ৫ রাজ্যে কম পড়তে পারে ICU বেড

অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, ওড়িশা ও কেরলে করোনার গ্রাফ উর্ধ্বমুখী ৷ এই সমস্ত রাজ্যে প্রায় ১০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: প্রতিদিন ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ গত ২৪ ঘণ্টায় সমস্ত রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছে ৫৭১১৮ জন ৷ এর জেরে বর্তমানে গোটা দেশে করোনা আক্রান্ত সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬,৯৫,৯৮৮ ৷ এই গতিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে বড় বিপদের সম্মুখিন হতে চলেছে ৫টি রাজ্য ৷ এই ৫টি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে আগামী দিনে হাসপাতালে বেড পাওয়া অসম্ভব হয়ে যাবে রোগীদের জন্য ৷

অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, ওড়িশা ও কেরলে করোনার গ্রাফ উর্ধ্বমুখী ৷ এই সমস্ত রাজ্যে প্রায় ১০ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অন্ধ্রপ্রদেশে করোনা ৯.৩ শতাংশ গতিতে বেড়ে চলেছে , বিহারে ৬.১ শতাংশ ৷ এছাড়া কর্ণাটক, ওড়িশা ও কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ৫ শতাংশ গতিতে বাড়ছে ৷

অন্ধ্রপ্রদেশে প্রত্যেক ১ লক্ষ জনসংখ্যার জন্য ১৪৫টি বেড রয়েছে ৷ কেরলে ২৫৪, কর্ণাটকে ৩৯২ ৷ কিন্তু বিহারে মাত্র ২৬ টি ৷ ওড়িশার অবস্থাও অত্যন্ত খারাপ ৷ প্রত্যেক ১ লক্ষ মানুষের জন্য মাত্র ৫৬টি বেডের ব্যবস্থা রয়েছে ৷ গোটা দেশে হিসেবে প্রতি ১ লক্ষ মানুষের জন্য ১৩৭.৬ বেড রয়েছে ৷

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৭১১৮ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে ৭৬৪ জনের ৷ ভারতের রিকভারি রেট ৬৪.৪ শতাংশ থেকে বেড়ে ৬৪.৫ শতাংশ হয়ে গিয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে ও মহারাষ্ট্রে ১০ হাজারের বেশি নতুন করোনায় আক্রান্ত হয়েছেন৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Coronavirus, Covid ১৯, ICU Beds