হোম /খবর /দেশ /
#Budget2020: আপনার ব্যাঙ্ক বন্ধ হলে এবার পাবেন মাত্র ৫ লক্ষ টাকা

#Budget2020: আপনার ব্যাঙ্ক বন্ধ হলে এবার পাবেন মাত্র ৫ লক্ষ টাকা

ব্যাঙ্কঅ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডিপোজিট ইনস্যুরেন্স ১ লক্ষ টাকা ছিল ৷ অর্থমন্ত্রী এদিন বাজেটে জানান এর সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বাড়তে থাকা ব্যাঙ্ক ফ্রড নিয়ে শনিবার বাজেট পেশ করার সময় গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পঞ্জাব ও মহারাষ্ট্র ব্যাঙ্ক মামলা সামনে আসার পর সকলের চিন্তার বিষয় হল যে ব্যাঙ্ক ডুবে গেলে অ্যাকাউন্ট হোল্ডারদের প্রচুর টাকার ক্ষতি হতে পারে ৷ ব্যাঙ্কঅ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ডিপোজিট ইনস্যুরেন্স ১ লক্ষ টাকা ছিল ৷ অর্থমন্ত্রী এদিন বাজেটে জানান এর সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে ৷

DICGC অথার্ৎ ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশনের তরফে জারি নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকদের ৫ লক্ষ টাকার সুরক্ষার গ্যারেন্টি দেওয়া হবে ৷ এই নিয়ম ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চে লাগু করা হবে ৷ এতে Principal and Interest দুটি সামিল থাকবে ৷ অথার্ৎ দুটি মিলিয়ে ৫ লক্ষ টাকার বেশি হয় তাহলে মাত্র ৫ লক্ষ টাকা সুরক্ষিত মনে করা হবে ৷

একই ব্যাঙ্কের একাধিক শাখায় আপনার অ্যাকাউন্ট থআকলে সমস্ত অ্যাকাউন্টের টাকা যোগ করে কেবল ৫ লক্ষ টাকায় সুরক্ষিত মনে করা হবে ৷ একই ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট থাকলে কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত মনে করা হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Bank Closed Down, Budget 2020, Nirmala Sitharaman