#নয়াদিল্লি: হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শনিবার হিন্দি দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অমিত শাহের বক্তব্য, এক দেশ, এক ভাষা চালু করা অত্যন্ত জরুরি৷ বিশ্বের কাছে নিজেদের পরিচিত করতে, এক ভাষাই থাকা উচিত৷ তাঁর দাবি, হিন্দি ভাষাই পারে ভারতকে এক সূত্রে গাঁথতে৷
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (@AmitShah) September 14, 2019
'এক দেশ, এক ভাষা'-র পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, 'ভারত একাধিক ভাষার দেশ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে৷ কিন্তু একটি সাধারণ ভাষা থাকা উচিত দেশের৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা৷'
গত জুনে নতুন শিক্ষা নীতি ২০১৯-এর খসড়া বিতর্ক তৈরি করেছিল৷ বিশেষ করে হিন্দি ভাষার বিরুদ্ধে গর্জে উঠেছিল দক্ষিণ ভারত৷ ওই খসড়া প্রস্তাবে ছিল, দেশের প্রতিটি স্কুলে হিন্দি পড়ানো আবশ্যিক৷ যা মেনে নেয়নি তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারত৷ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও কর্নাটকেও প্রতিবাদ হয়েছিল৷ বিতর্কের মুখে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷
আরও ভিডিও: Video: তারাপীঠ মন্দিরে অমিত শাহ