#WATCH | Delhi Police team near the Israel Embassy where a low-intensity explosion happened.
Nature of explosion being ascertained. Some broken glasses at the spot. No injuries reported; further investigation underway pic.twitter.com/RphSggzeOa— ANI (@ANI) January 29, 2021
এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর না থাকলেও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর৷ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, এলাকায় পৌঁছেছে দমকলও৷ পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দলও৷
লুটিয়েন দিল্লির এই এলাকা এমনিতেই কড়া নজরদারির মধ্যে থাকে৷ তার উপরে ইজরায়েল দূতাবাসেও আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা থাকে৷ এর মধ্যেই রাস্তার ধারে ফুটপাথে কম মাত্রার এই বিস্ফোরণ ঘটানো হয়৷ বিকেল ৫.১১ মিনিটে বিস্ফোরণের খবর পায় দমকল৷ একটি ফুলদানির মধ্যে বিস্ফোরক রাখা ছিল বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণের জেরে রাস্তার ধারে দাঁড়ানো তিনটি গাড়ির কাঁচ ভেঙে যায়৷
যে সময় বিস্ফোরণ ঘটে তখন কয়েক কিলোমিটার দূরে রাজপথে বিটিং রিট্রিট অনুষ্ঠান চলছিল৷ এ দিনই সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে৷ তবে পুলিশের অনুমান নিছক চাঞ্চল্য় ছড়াতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ যদিও কোনও ফাঁক না রেখে তদন্তে সবদিক খতিয়ে দেখছে পুলিশ৷