#পুলওয়ামা: ফের টার্গেট পুলওয়ামা৷ CRPF কনভয় লক্ষ্য করে IED বিস্ফোরণ হয়েছে৷ বিস্ফোরণে আহত হয়েছেন ১ জওয়ান৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রবিবার সকাল ৭.৪০-এ আইডি বিস্ফোরণ হয়৷ যদিও তার মাত্রা ছিল কম৷
১ CRPF জওয়ানের হাতে চোট এসেছে এই বিস্ফোরণে, তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে৷ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এলাকায় রয়েছেন এবং গোটা এলাকা আটকে দেওয়া হয়েছে এই বিস্ফোরণের ফলে৷
One CRPF jawan injured in IED attack by terrorists in Gangoo area of Pulwama, Jammu and Kashmir; area cordoned off, search operation underway. pic.twitter.com/Swyr2OysJb
— ANI (@ANI) July 5, 2020
One CRPF jawan injured in IED attack by terrorists in Gangoo area of Pulwama, Jammu and Kashmir. It is suspected that the attack was to target a CRPF convoy; area cordoned off, search operation underway. More details awaited: Central Reserve Police Force pic.twitter.com/QiLEjKyqmh
— ANI (@ANI) July 5, 2020
CRPF মুখপাত্র জানাচ্ছেন যে জঙ্গিরা CRPF বাহিনীকে লক্ষ করে এই বিস্ফোরণ ঘটায়৷ মে মাসে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায় যে ৪০ থেকে ৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ির খোঁজ পান তারা৷ ২০১৯-র মতো ফের বড়সড় আইইডি হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদীদের, এমনই মনে করা হয়৷