#নয়ডা: ছোটবেলায় দেখলে অনেকেই একবারে চিনতে পারতেন না নয়ডার বাসিন্দা দুই বোন মানসী আর মান্যকে। বিড়ম্বনাও কম হয়নি। কিন্তু এবারে যেটা ঘটেছে, সেটা এককথায় মিরাকল!
সিবিএসই-এর দ্বাদশ শ্রেণির ফলাফল সদ্য প্রকাশিত হয়েছে। তাতেই তাক লাগিয়েছে দুই বোন। মানসী আর মান্য দু-জনেরই প্রাপ্ত নম্বর একই। অবাক লাগলে একথা একেবারে সত্যি। দু'জনেই ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছে।
মানসী আর মান্য গ্রেটার নয়ডার অ্যাস্টর পাবলিক স্কুলের ছাত্রী। দুজনেই এবারে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিল। দু'জনেই একই নম্বর পেয়েছে প্রতিটি বিষয়েও। তারা ইংরাজিতে ৯৮, কম্পিউটার সায়েন্সে ৯৮, ফিজিক্সে ৯৫, কেমিস্ট্রি এবং ফিজিক্যাল এডুকেশনেও ৯৫ নম্বর করে পেয়েছে।
পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মানসী জানিয়েছে, "দু'জনেই ভাল পরীক্ষা দিয়েছিলাম। ভাল ফল হবে নিশ্চিত ছিলাম। তবে এভাবে একই নম্বর পাব ভাবতেই পারিনি। আমাদের অনুমান ছিল মান্য বেশি নম্বর পাবে।" অন্যদিকে মান্য জানিয়েছে, "দু'বছর আগে দেখেছিলাম যমজ বোন একই নম্বর পেয়েছে। তখন ভেবেছিলাম এটা একেবারেই কাকতালীয়। আমাদের ক্ষেত্রে যে এরকমটা হবে, একেবারেই ভাবতে পারিনি। এর আগেও আমরা কোনও ক্লাসে কখনও একই নম্বর পাইনি"
ভবিষ্যতে দু'জনেই ইঞ্জিনিয়র হতে চায়। করোনা আবহে পিছিয়ে গিয়েছে জয়েন্ট এন্ট্রান্স। সেপ্টেম্বরে হতে পারে পরীক্ষা, তাই দুই বোনের পরীক্ষা প্রস্তুতি চলছে জোরকদমে।