• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • পঞ্চম ও অষ্টম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা

পঞ্চম ও অষ্টম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা

পঞ্চম ও অষ্টম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা

পঞ্চম ও অষ্টম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা

পঞ্চম ও অষ্টম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা

 • Share this:

  #নয়াদিল্লি: প্রথমবার দশম শ্রেণী নয়, পঞ্চম শ্রেণীতেই এবার দিতে হবে বোর্ডের পরীক্ষা ৷ বুধবার এমনটাই জানালেন ICSE বোর্ড সচিব জেরি আরাথুন ৷ আগামী বছর থেকে নয়া সিলেবাস চালু করছে ICSE বোর্ড ৷

  নয়া সিলেবাসে প্রত্যেক পড়ুয়ার পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ৷ এবার পঞ্চম ও অষ্টম শ্রেণীর পরীক্ষা নেবে বোর্ড ৷ দেশের সমস্ত স্কুলের জন্য একই প্রশ্ন তৈরি করবে ICSE ৷ সেই প্রশ্নে পরীক্ষার পর পড়ুয়াদের খাতা দেখবে অন্য স্কুলের শিক্ষক ৷ পরীক্ষার ফল তুলে দেওয়া হবে অভিভাবকদের হাতে ৷

  পড়ুয়াদের মেধা যাচাইয়ে জন্যই এই উদ্যোগ নিয়েছে ICSE বোর্ড ৷

  এবার ICSE সিলেবাসেও যুক্ত হল যোগাসন ৷ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ICSE বোর্ডে চালু হতে চলেছ নয়া সিলেবাস ৷ নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমের সম্পূর্ণ পরিবর্তন ঘটিয়েছে ICSE ৷

  নয়া পাঠ্যক্রমে বহু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যোগাসন, সংস্কৃত ও পারফর্মিং আর্টকে ৷ আগামী বছর প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের শেখানো হবে যোগাসন ৷ অন্যদিকে, ঐচ্ছিক বিষয় হিসেবে পারফর্মিং আটর্স অথবা সংস্কৃতকে রাখতে পারবেন পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা ৷ এই বিষয়গুলির উপর পড়ুয়াদের পরীক্ষাও নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জেরি আরাথুন ৷

  First published: