#নয়াদিল্লি: অপেক্ষার অবসান ৷ ঘোষিত হল চলতি বছরের ICSE ও ISC-র রেজাল্ট ৷ ঘোষণা মতোই দুপুর তিনটেয় ফলাফল ঘোষণা করল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ চলতি বছর কোনও মেধা তালিকা প্রকাশ করল না বোর্ড । যেহেতু আবারও পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং তার সঙ্গে যেহেতু staistical ফর্মুলাতে ফলপ্রকাশ তাই কোনও মেরিট লিস্ট নেই এবছর।
করোনা আবহে পড়ুয়াদের যাতে স্কুলে এসে মার্কশিট নিতে না হয় তার জন্য ডিজিট্যালি সাইনড রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ৷ ICSE ও ISC-র মার্কশিট পেতে প্রথমে ডিজিলকার (DigiLocker) ডাউনলোড করতে হবে ৷ এই ডিজিলকারের মাধ্যমেই ছাত্রছাত্রীরা নিজেদের মার্কশিট এং মাইগ্রেসন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে ৷ ডিজিট্যালি সাইন করা ডকুমেন্টস রেজাল্ট ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে ৷ এইভাবে দ্বাদশের পরীক্ষার্থীরাও নিজেদের মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন ৷
বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ সেক্রেটারি জেরি অ্যারাথুন। ফলাফল পুনর্বিবেচনার আবেদনের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। আবেদন করা যাবে ওয়েবসাইটে।
বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ICSE হোক বা ISC চলতি বছর দুই ক্ষেত্রেই মেয়েদের থেকে ছেলেদের সাফল্যের হার বেশি ৷ ICSE অর্থাৎ দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় যেখানে ৪৫.৮১ শতাংশ মেয়ে সফলভাবে পাশ করেছে, সেখানে ছেলেদের পাশের হার ৫৪.১৯ শতাংশ ৷ ISC দ্বাদশেও এগিয়ে ছেলেরা ৷ সেখানে ৫৩.৬৫ শতাংশ ছেলে পরীক্ষার্থী পাশ করেছে ৷ পাশের হারে পিছিয়ে পড়েছে মেয়েরা ৷ তাদের পাশের হার ৪৬.৩৫ শতাংশ ৷
সারা দেশ থেকে এবছর ICSE দশমের পরীক্ষায় বসে ছিলেন ২,০৭, ৯০২ পরীক্ষার্থী৷ এর মধ্যে ১ লক্ষ ১২ হাজার ৬৬৮ অর্থাৎ ৫৪.১৯ শতাংশ ছেলে ও ৯৫ হাজার ২৩৪ জন অর্থাৎ ৪৫.৮১ শতাংশ মেয়ে ৷ এর মধ্যে ২ লক্ষ ৬ হাজার ৫২৫ জন পাশ করেছে ৷ অসফল ১৩৭৭ জন ৷
অন্যদিকে, সারা দেশে ISC দ্বাদশের পরীক্ষা দিয়েছিলেন ৮৮ হাজার ৪০৯ জন পড়ুয়া ৷ এর মধ্যে ৪৭ হাজার ৪২৯ জন ছেলে ও ৪০, ৯৮০ জন মেয়ে পরীক্ষা দিয়েছিলেন ৷ পাশ করেছেন ৮৫ হাজার ৬১১ জন ৷ অসফল পরীক্ষার্থীর সংখ্যা ২৭৯৮ ৷
CISCE বোর্ডের ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাশ করেছে ৯৬.৮৪ শতাংশ এবং ICSE অর্থাৎ দশমে এবছর পাশের হার ৯৯.৩৪ শতাংশ
পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্য থেকে ICSE দশমের পরীক্ষা দিয়েছিলেন ৩৭ হাজার ২৫৮জন পরীক্ষার্থী ৷ এর মধ্যে ২০,৭৮৩ জন ছেলে ও ১৬, ৪৭৫ জন পরীক্ষার্থী মেয়ে ৷ এরাজ্য থেকে সফল হয়েছেন ৩৬,৯২০ জন পড়ুয়া ৷ অসফল ৩৩৮ জন ৷
এ রাজ্য থেকে ISC দ্বাদশের পরীক্ষায় বসেছিলেন ২৫ হাজার ৪৫৩ জন পরীক্ষার্থী ৷ ৷ এর মধ্যে ১৩,৮০০ জন ছেলে ও ১১,২৫৮ জন পরীক্ষার্থী মেয়ে ৷ এরাজ্য থেকে সফল হয়েছেন ২৪,৪৫৩ জন পড়ুয়া ৷ অসফল ৬০৫ জন ৷ মোট ৯৬.৮৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড৷
রেজাল্ট দেখতে ক্লিক করুন www.cisce.org এবং www.results.cisce.org-এ সাইটে ৷ লগ ইন করার পর ISC না ICSE’এর ফলাফল জানতে চান, তা নির্দিষ্ট করে পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে ৷
এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিয়ে ICSE বা ISC লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।