Home /News /national /
ICSE/ISC Result 2020: ওয়েবসাইটে দশম ও দ্বাদশের রেজাল্টের লিঙ্ক দিল CISCE, ৩টেয় প্রকাশিত হবে ফলাফল

ICSE/ISC Result 2020: ওয়েবসাইটে দশম ও দ্বাদশের রেজাল্টের লিঙ্ক দিল CISCE, ৩টেয় প্রকাশিত হবে ফলাফল

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বোর্ডের ঘোষণা মতো দুপুর তিনটের পর ওই লিঙ্কে ক্লিক করলেই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷ কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট ৷

 • Share this:

  #নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা ৷ আজ অর্থাৎ ১০ জুলাই শুক্রবার প্রকাশিত হতে চলেছে ICSE ও ISC-র রেজাল্ট ৷ দুপুর তিনটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ করবে কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) ৷ ইতিমধ্যেই ওয়েবসাইটে রেজাল্টের লিঙ্ক দেওয়া হয়েছে ৷ তবে তা ইনঅ্যাকটিভ ৷ বোর্ডের ঘোষণা মতো দুপুর তিনটের পর ওই লিঙ্কে ক্লিক করলেই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷ কাউন্সিলের দুই সরকারি ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট ৷ নেওয়া যাবে প্রিন্টআউটও ৷ এসএমএসেও রেজাল্ট জানা যাবে বলেছে জানিয়েছে বোর্ড ৷

  করোনা আবহে এবার পড়ুয়াদের জন্য Digitalize মার্কশিটের ব্যবস্থা করেছে বোর্ড ৷ রেজাল্ট দেখতে পাওয়া যাবে www.cisce.org এবং www.results.cisce.org-এ সাইটে ৷ লগ ইন করার পর ISC না ICSE’এর ফলাফল জানতে চান, তা নির্দিষ্ট করে পরীক্ষার্থীর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index No.) দিলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে ৷

  এসএমএসে রেজাল্ট পেতে হলে ফোনের মেসেজ বক্সে গিয়ে ICSE বা ISC লিখে একটা স্পেস দিয়ে নিজের 7 ডিজিট আইডি নম্বর লিখে মেসেজটি পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে ৷

  বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ সেক্রেটারি জেরি অ্যারাথুন। ফলাফল পুনর্বিবেচনার আবেদনের জন্য সাতদিন সময় দেওয়া হয়েছে। শুক্রবার ফলপ্রকাশের পরই আবেদন করা যাবে ওয়েবসাইটে।

  করোনা সংক্রমণের কারণে মার্চের ২৫ তারিখ মাঝপথেই বন্ধ হযে যায় চলতি বছরের আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা ৷ পরীক্ষার জন্য পরে নতুন তারিখ ঘোষণা করেও সংক্রমণের বেড়ে চলার হার দেখে তা বাতিল করে আইসিএসই বোর্ড ৷ তবে না হওয়া পরীক্ষা গুলির মূল্যায়ন কীভাবে হবে তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় কাউন্সিল ৷ শেষে বিশেষজ্ঞদের মতামত নিয়ে সুপ্রিম কোর্টে মূল্যায়ন পদ্ধতি জানায় বোর্ড ৷

  বোর্ডের তরফে নির্দেশিকায় জানানো হয়- ১) আইসিএসই বাকি বিষয়গুলির মূল্যায়নের জন্য ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত যে বিষয়গুলির পরীক্ষা দিয়েছে তার মধ্য থেকে সব থেকে তিনটি বিষয়ের প্রাপ্ত নম্বরকে যোগ করা হবে। যোগ করে তার গড় নম্বর এবং সেই বিষয়গুলিতে ইন্টার্নাল অ্যাসেসমেন্টে যে নম্বর পেয়েছে পড়ুয়ারা তার গড় নম্বর মিলিয়ে ওই বিষয়ের নম্বর দেওয়া হবে।

  ২) আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার বাকি বিষয়গুলো ক্ষেত্রে মূল্যায়ন করা হবে এখনও পর্যন্ত ছাত্রছাত্রীরা যে বিষয়গুলির পরীক্ষা দিয়েছে তার মধ্য থেকে সবথেকে বেশি নম্বর পাওয়া তিনটি বিষয়ের নম্বর যোগ করে তার গড় নম্বর৷ সেই সঙ্গে ওই বিষয়ের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কে যে নম্বর পাবে পড়ুয়ারা তার গড় নম্বর যোগ করে ওই বাকি বিষয়ের নম্বর দেওয়া হবে।

  আগেই কাউন্সিল আদালতে জানিয়েছিল ১৫ জুলাই এর মধ্যেই তারা আই সি এস ই (ICSC ) ও আই এস সির (ISC) ফল প্রকাশ করবে। তার আগেই ১০ জুলাই অর্থাৎ আজ রেজাল্ট ঘোষণা করতে চলেছে কাউন্সিল ৷

  Published by:Elina Datta
  First published:

  Tags: ICSE Board Result, ISC Board Result

  পরবর্তী খবর