#নয়াদিল্লি: পরিযায়ীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে আরও জোর দেওয়া শুরু৷ ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের পরীক্ষা করতেই হবে৷ বিশেষত বাংলা, বিহার, ওড়িশায় আরও বেশি করে পরীক্ষা করতে চায় ICMR৷ আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ভিন রাজ্য থেকে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা৷ এর ফলে বেড়ে যাচ্ছে সংক্রমণের আশঙ্কা৷ বেশ কিছু এলাকায় তার প্রমাণও মিলেছে৷ সে ক্ষেত্রে এই সব পরিযায়ী শ্রমিকদের ফেরার পর স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি৷ কারণ তাঁদের শরীরে করোনার সংক্রমণ হলে তাড়াতাড়ি কোয়ারেন্টাইনে পাঠাতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে তাঁদের থেকে অন্যদের মধ্যে রোগ না ছড়ায়৷ সংক্রমণের আশঙ্কা দূর করতেই এই সিদ্ধান্ত৷
গ্রামে করোনা পরীক্ষার পরিকাঠামো বাড়ানো ক্রমেই জরুরি হয়ে উঠছে৷ তাই এই তিন রাজ্যে আরও বেশি ল্যাবের ছাড়পত্র দিচ্ছে ICMR৷ বাংলায় করোনা পরীক্ষা হবে ৩৬টি ল্যাবে৷ অন্য দিকে বিহার-ওড়িশায় ১৭টি ল্যাবে পরীক্ষা হবে৷ উত্তরপ্রদেশে হবে ২৭টি ল্যাবে পরীক্ষা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, ICMR