#নয়াদিল্লি: গঙ্গার জল দিয়ে করোনা রোগীর চিকিত্সা করা যেতে পারে৷ এমনই প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক৷ এর জন্য বৈজ্ঞানিক গবেষণারও প্রস্তাব দিয়েছিল কেন্দ্রের ওই মন্ত্রক৷ জলশক্তি মন্ত্রকের প্রস্তাব খারিজ করে দিল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)৷
ICMR-এর গবেষণা প্রস্তাব বিভাগের প্রধান ওয়াই কে গুপ্তা জানিয়েছেন, গঙ্গার জল দিয়ে করোনা রোগীর চিকিত্সার জন্য আরও তথ্য ও প্রমাণ দরকার৷ এখনও সেই রকম জোরাল প্রমাণ বা তথ্য নেই এই বিষয়ে৷ ফলে ক্লিনিক্যাল স্টাডি শুরু করা সম্ভব নয়৷
Indian Council for Medical Research decides not to go ahead with Jal Shakti Ministry's proposal to undertake clinical studies for treatment of COVID-19 patients with Ganga water, saying it needs more scientific data
— Press Trust of India (@PTI_News) May 7, 2020
AIIMS-এর প্রাক্তন ডিন-এর কথায়, 'এই মুহূর্তে এই প্রস্তাবের স্বপক্ষে বৈজ্ঞানিক তথ্য, জোরাল প্রমাণ মেলেনি৷ আমরা জলশক্তি মন্ত্রককে জানিয়ে দিয়েছি৷'
NEERI-র একটি স্টাডি বলছে, গঙ্গার জলে প্রচুর ব্যাক্টেরিয়োফ্যাজ রয়েছে৷ যদিও গঙ্গার জলে অ্যান্টি-ভাইরাল প্রপার্টি রয়েছে কিনা, তার কোনও প্রমাণ মেলেনি৷ আরও একচি প্রস্তাব এসেছে, তাতে দাবি করা হয়েছে, গঙ্গার জল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ যার ফলে ভাইরাস রুখে দেয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID19, Ganga river