হোম /খবর /দেশ /
দেশে ভয়াবহ গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ! কিন্তু কেন? জানাল ICMR

দেশে ভয়াবহ গতিতে বেড়ে চলেছে করোনা সংক্রমণ! কিন্তু কেন? জানাল ICMR

প্রতিদিন গড়ে প্রায় ৬০ হাজার করোনা সংক্রমণের মামলা সামনে আসছে ৷ এর জেরে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিদিন দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ প্রতিদিন গড়ে প্রায় ৬০ হাজার করোনা সংক্রমণের মামলা সামনে আসছে ৷ এর জেরে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ এর সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ তবে কেন ভারতে এত দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ? তার কারণ জানাল ICMR ৷

ICMR এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়েছেন হয়েছে, এখনও বেশ কিছু মানুষ স্বাস্থ্য বিধি মেনে চলছেন না ৷ অনেকেই মাস্ক পরছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ৷ এর জেরে হু হু করে বাড়ছে সংক্রমণ ৷

ভার্গব আরও জানিয়েছেন,‘আমি এটা বলছি না যে বৃদ্ধ ও যুবকরা এরকম করছে ৷ যা দায়িত্বজ্ঞানহীন ও অসচেতন মানুষরা মাস্ক পরছেন না ও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ৷ এর জেরে দেশে মহামারি বেড়েই চলেছে ৷ আগের রাষ্ট্রীয় সিরো রিসার্চের রিপোর্টের আরও একবার সমীক্ষা করা হবে এবং চলতি সপ্তাহে সেটি ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে প্রকাশিত করা হবে ৷

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোভিড-১৯ পরীক্ষা বাড়ানো হলেও সংক্রমণের হারে লাগাতার কমছে ৷ প্রতিদিন প্রায় ১০ লক্ষ ৬০০ জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে ৷ ভারতে ১৫২৪ কোভিড ১৯ পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং ২৫ অগাস্ট ২০২০ পর্যন্ত ৩,৬৮,২৭,৫২০ জনের পরীক্ষা করা হয়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Coronavirus