#নয়াদিল্লি: ভারতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিদিন দ্রুত গতিতে বেড়েই চলেছে ৷ প্রতিদিন গড়ে প্রায় ৬০ হাজার করোনা সংক্রমণের মামলা সামনে আসছে ৷ এর জেরে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ এর সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ তবে কেন ভারতে এত দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ? তার কারণ জানাল ICMR ৷
ICMR এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানিয়েছেন হয়েছে, এখনও বেশ কিছু মানুষ স্বাস্থ্য বিধি মেনে চলছেন না ৷ অনেকেই মাস্ক পরছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ৷ এর জেরে হু হু করে বাড়ছে সংক্রমণ ৷
ভার্গব আরও জানিয়েছেন,‘আমি এটা বলছি না যে বৃদ্ধ ও যুবকরা এরকম করছে ৷ যা দায়িত্বজ্ঞানহীন ও অসচেতন মানুষরা মাস্ক পরছেন না ও সামাজিক দূরত্ব বজায় রাখছেন না ৷ এর জেরে দেশে মহামারি বেড়েই চলেছে ৷ আগের রাষ্ট্রীয় সিরো রিসার্চের রিপোর্টের আরও একবার সমীক্ষা করা হবে এবং চলতি সপ্তাহে সেটি ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে প্রকাশিত করা হবে ৷
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোভিড-১৯ পরীক্ষা বাড়ানো হলেও সংক্রমণের হারে লাগাতার কমছে ৷ প্রতিদিন প্রায় ১০ লক্ষ ৬০০ জনের কোভিড পরীক্ষা করা হচ্ছে ৷ ভারতে ১৫২৪ কোভিড ১৯ পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং ২৫ অগাস্ট ২০২০ পর্যন্ত ৩,৬৮,২৭,৫২০ জনের পরীক্ষা করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus