Home /News /national /
আইসিসি বিশ্ব একাদশ নয়, আইপিএল একাদশ বেছে নিয়েছে, আজমকে না দেখে গোঁসা আখতারের

আইসিসি বিশ্ব একাদশ নয়, আইপিএল একাদশ বেছে নিয়েছে, আজমকে না দেখে গোঁসা আখতারের

আইসিসি বিশ্ব একাদশ নয়, আইপিএল একাদশ বেছে নিয়েছে, আজমকে না দেখে গোঁসা আখতারের

আইসিসি বিশ্ব একাদশ নয়, আইপিএল একাদশ বেছে নিয়েছে, আজমকে না দেখে গোঁসা আখতারের

আইসিসি তিন ফর্ম্যাট মিলিয়ে গত দশকের সেরা একাদশ বেছে নিয়েছে৷ কিন্তু কোনও দলেই পাকিস্তানের একজনও ক্রিকেটার জায়গা পায়নি৷ যা দেখেই বেজায় চটেছেন শোয়েব আখতার৷

  • Last Updated :
  • Share this:

#রাওয়ালপিণ্ডি: আইসিসি তিন ফর্ম্যাট মিলিয়ে গত দশকের সেরা একাদশ বেছে নিয়েছে৷ সীমিত ওভারের সংস্করণে এমএস ধোনি ও টেস্টে বিরাট কোহলিকেই ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ কিন্তু কোনও দলেই পাকিস্তানের একজনও ক্রিকেটার জায়গা পায়নি৷ যা দেখেই বেজায় চটেছেন শোয়েব আখতার৷ প্রাক্তন পাক স্পিডস্টারের মতে এই দল আইপিএলের, বিশ্বের নয়৷

আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "আইসিসি পাকিস্তানের একজন ক্রিকেটারকেও দলে নেয়নি৷ আমাদের দরকার নেই ওদের এক দশকের দলের৷ আইসিসি আইপিএলের টিম বেছে নিয়েছে৷ বিশ্ব ক্রিকেট দল নয় এটা৷ আমার মনে হয় আইসিসি ভুলে গিয়েছে পাকিস্তান তাদেরই সদস্য৷ যারা টি-২০ ক্রিকেট খেলে৷ বাবর আজমকে না নিয়েই আইসিসি টি-২০ দল বেছে নিয়েছে! অথচ এই ফর্ম্যাটে সে এখন বিশ্বের এক নম্বর৷"

আখতারের বলছেন আইসিসি-র ভাবনায় ক্রিকেট নয় অন্য কিছুই ঘোরে৷ সর্বকালের অন্যতম সেরা পেসার বলছেন, "আইসিসি শুধু টাকা, স্পনরসিপ আর আর টিভি সত্ত্ব বোঝে৷ ওরা ওয়ানডে ক্রিকেটে দু'টো নতুন বল আর তিনটে পাওয়ারপ্লে নিয়ে আসল৷ কোথায় ডেনিস লিলি, জেফ থমসনের মতো ওয়েস্ট ইন্ডিজের তাবড় পাঁচ বোলার? ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, বিশ্বের দ্রুততম বোলার ও লেগ-স্পিনারদের ভুলে গেল? তাঁরা দূরে সরে গিয়েছে কারণ আইসিসি বাণিজ্যকরণ ও বস্তুবাদের জন্য দশটা লিগকে ঢুকিয়ে আরও বেশি করে রাজস্ব আদায় করবে৷"

আখতার আরও বলছেন যে, "আইসিসি তিন বছরে শুধু দু'টো বিশ্বকাপ আর লিগ দেখল৷ সাতের দশকের ক্রিকেট আর আজকের ক্রিকেটে অনেক ফারাক আছে৷ যদি সচিন বনাম শোয়েব নাই থাকে, তাহলে আর ক্রিকেট দেখার আর মানে কী! টি-২০ ক্রিকেটে বাবর আজমের চেয়ে বড় প্লেয়ার কেউ নেই৷ ও পাকিস্তানের সর্বোচ্চ স্কোরার৷ ওর ব্যাটিং গড় বলে দিচ্ছে ওর পাকিস্তানের জন্য কী অবদান রয়েছে৷ ওর সঙ্গে শুধু বিরাট কোহলির তুলনা চলে৷ আমার ভিডিও দেখার পর আইসিসি বুঝবে যে, ওরা আইপিএলের দল করেছে৷"

https://youtu.be/SNZV0pg3owk

আইসিসি-র দশক সেরা টেস্ট দল: অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা, উইকেটকিপার) বেন স্টোকস (ইংল্যান্ড), আর অশ্বিন (ভারত), ডেইন স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)

আইসিসি-র দশক সেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), শাকিব আল হাসান (বাংলাদেশ), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

আইসিসি-র দশক সেরা টি-২০ দল: রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত),এবি ডিভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), এমএস ধোনি (ভারত, অধিনায়ক ও উইকেটকিপার), কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রীত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

Published by:Subhapam Saha
First published:

Tags: ICC, IPL, Shoaib Akhtar