#সাউদাম্পটন: আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল বাংলাদেশ৷ ৬২ রানে আফগানদের হারালেন সাকিবের দল৷ প্রথম থেকেই বাংলাদেশের বোলিং ছিল বেশ ভাল৷ যার ফলে চাপে ছিলেন আফগান ব্যাটসম্যানরা৷ তবে এদিনের স্টার পারফরমার ছিলেন সাকিব-আল-হাসান৷ ব্যাটে চমক দেখানোর পাশাপাশি তিনি বোলিং-এও মাত করলেন৷ ৫টি উইকেট পেলেন সাকিব৷
রোজ বোলে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করে টাইগাররা৷ শেষ চারে টিকে থাকার লড়াই জিইয়ে রাখেত এদিন প্রথম থেকেই বেশ লড়াই ছিল তাদের৷ বোলিং-এ সেভাবে নজর কাড়তে পারলেন না রশিদ খান৷ স্পিন সহায়ক পিচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারলেন না রশিদ৷ পেলেন না কোনও উইকেট৷ অন্যদিকে ৩টি উইকেট পেয়েছেন মুজিবুর রহমান৷ উল্লখযোগ্যভাবে সাকিবের উইকেটটি পান তিনি৷