#নয়াদিল্লি: দেশের কর্পোরেট সেক্টরের সবথেকে বড় পুরস্কার CNBC TV18 ইন্ডিয়া বিজনেস লিডার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধেয় ৷ দশকের সেরা আইকনিক বিজনেসম্যান অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ এন্টারপ্রাইজ ও লিডারশিপ ক্ষেত্রের ১৭টি ক্যাটাগরিতে দেওয়া হল এই পুরস্কার ৷
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস সহ কর্পোরেট জগতের প্রখ্যাত ব্যক্তিত্বরা ৷ এই মঞ্চেই দশক সেরা আইকনিক বিজনেসম্যান অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগী হয়ে পড়েন মুকেশ আম্বানি ৷ বলেন, ‘আমার চোখে সেরা আইকনিক ব্যক্তি আমার বাবা ৷ তিনিই আমাদের বড় হওয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন ৷ রিলায়েন্সের জন্য বড় স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, ভারতের জন্য বড় স্বপ্ন দেখেত শিখিয়েছিলেন ৷ ’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CNBC TV18 Award, IBLA 2020, Iconic Business Leader of the Decade Award, Mukesh Ambani Wins Iconic Business Leader of the Decade Award, RIL Chairman Mukesh Ambani