• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৫০০ কোটির বিয়ের পর এবার মাত্র ৫০০ টাকায় বিয়ে সারলেন IAS দম্পতি

৫০০ কোটির বিয়ের পর এবার মাত্র ৫০০ টাকায় বিয়ে সারলেন IAS দম্পতি

৫০০ কোটির বিয়ের পর এবার ৫০০ টাকার বিয়ে ৷

৫০০ কোটির বিয়ের পর এবার ৫০০ টাকার বিয়ে ৷

৫০০ কোটির বিয়ের পর এবার ৫০০ টাকার বিয়ে ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ভোপাল: ৫০০ কোটির বিয়ের পর এবার ৫০০ টাকার বিয়ে ৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এত কমে কিভাবে বিয়ের যাবতীয় খরচ মিটবে তাই নিয়ে নাওয়া খাওয়া ভুলেছিলেন হবু বর, কনে ও তাঁদের পরিবার। তাই নোট বাতিলের জেরে কেউ নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন তো কেউ আবার বাজেটে কাটছাট করতে বাধ্য হয়েছে ৷ কোনও মতে সেরে ফেলেছেন বিয়ের অনুষ্ঠান ৷ তা বলে মাত্র ৫০০ টাকায় বিয়ে তাও কী সম্ভব ? খুব সাধারণ ভাবে এক প্রকার সকলকে চমকে দিয়ে মাত্র ৫০০ টাকায় বিয়ে সেরে ফেললেন IAS  দম্পতি ৷ বিয়েতে উপস্থিত ছিলেন জেলা শাসক ও এসপি ৷ আশিস বশিষ্ট ও সালোনি সিদানা। দু’জনের লাভ স্টোরি শুরু হয় ২০০৪ সালে ৷ ২০০৪-এর IAS উত্তীর্ণ আশিস ও সালোনির প্রথম দেখা হয় ট্রেনিং অ্যাকাডেমিতে ৷ এরপর শুরু হয় তাদের প্রেম কাহিনী ৷ ট্রেনিংয়ের পর আশিসের পোস্টিং হয় মধ্যপ্রদেশে তো সালোনির অন্ধ্রপ্রদেশে ৷ মধ্যপ্রদেশের গোহাড়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে বর্তমানে কর্মরত আশিস বশিষ্ট। তাঁর স্ত্রী সালোনি সিদানা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ওই একই পদে কর্মরত। ২৪ নভেম্বর ADM কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেললেন দুই আধিকারিক ৷

  First published: