#নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টা৷ তারপরেই নয়াদিল্লির রাজপথে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস৷ রাজধানীর আকাশে উড়বে বায়ুসেনার বিমান৷ আর সেই বিমানেই থাকবেন এয়ার লেফট্যানেন্ট স্বাতী রাঠোর৷ প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্বে এই প্রথম কোনও মহিলা পাইলটকে দেখা যাবে৷ লিঙ্গসাম্যের এক নয়া নজির গড়ে ইতিহাস লিখতে চলেছে ভারতীয় বায়ুসেনা৷ তারই শরিক স্বাতী৷
রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট গ্রামে জন্মানো স্বাতী ছোট থেকেই পাইলট হতে চেয়েছেন৷ আজমেঢ়ের স্কুলে পড়াশোনা করেন স্বাতী৷ ২০১৪ সালে প্রথমবারেই বায়ুসেনার পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হন তিনি৷ এরপর দেহরাদুনে এয়ার ফোর্স সিলেকশন বোর্ড তাঁর ইন্টারভিউ নেয়৷ গোটা দেশের ২০০ মহিলা ছাত্রীর মধ্যে মাত্র ৯৮ জন স্ক্রিনিংয়ের জন্য নির্বাচিত হয়৷ তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বেছে নিয়েছিল বায়ুসেনা৷ যার মধ্যে স্বাতী একজন৷ ফ্লাইং ব্রাঞ্চে তিনি নির্বাচিত হন৷ স্বাতীর দাদা ভারতীয় নৌসেনায় কর্মরত।
हम सभी के लिए गर्व का विषय है कि गणतंत्र दिवस के अवसर पर राजपथ पर होने वाली परेड में वीरभूमि #Rajasthan की बेटी और वायुसेना की फ्लाइट लेफ्टिनेंट #SwatiRathore 'फ्लाई पास्ट' का नेतृत्व करेंगी। मैं उनके उज्जवल भविष्य की कामना करती हूँ! pic.twitter.com/SMrFhouiwr
— Vasundhara Raje (@VasundharaBJP) January 22, 2021
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ট্যুইট করে স্বাতীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি লিখেছেন, "বীরভূমি রাজস্থানের মেয়ে স্বাতীর কৃতিত্বে আমারা গর্বিত। ফ্লাইপাস্ট প্যারেডের নেতৃত্ব দেবে ও আমি ওঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।" প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী সচিন পাইলটও স্বাতীর প্রশংসা করেছেন৷ তিনি বলেছেন, স্বাতীয় এই কৃতিত্ব নারী ক্ষমতায়নের প্রতীক৷ স্বাতীর বাবা ডাক্তার ভবানী সিং রাঠোর বলেছেন, "আমার মেয়ে আমার মাথা উুঁচু করেছে৷ ওর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে দেখে আমি অভিভূত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAF