• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ‘ভালবাসা থেকে দূরে থাকব, জীবনে কখনও প্রেম-বিবাহ করব না,’ Valentine সপ্তাহেই জোর করে নেওয়ানো হল শপথ

‘ভালবাসা থেকে দূরে থাকব, জীবনে কখনও প্রেম-বিবাহ করব না,’ Valentine সপ্তাহেই জোর করে নেওয়ানো হল শপথ

কলেজে ছাত্রীদের জোর করে নেওয়ানো হচ্ছে শপথ ৷ এমনই এক ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ৷

কলেজে ছাত্রীদের জোর করে নেওয়ানো হচ্ছে শপথ ৷ এমনই এক ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ৷

কলেজে ছাত্রীদের জোর করে নেওয়ানো হচ্ছে শপথ ৷ এমনই এক ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ৷

 • Share this:
  #মুম্বই: বিশ্বজুড়ে চলছে ভ্যালেন্টাইন উইক উদযাপন ৷ তার মধ্যেই জোর করে প্রেম বা ভালবাসার বিরুদ্ধে নেওয়ানো হল শপথ ৷ ‘যে বয়সই হোক না কেন, প্রেমের থেকে দূরে থাকব ৷ এমনকী কখনও লাভ ম্যারেজ বা ভালবেসে বিয়ে করব না, করার কথা ভাববও না ৷’ কলেজে ছাত্রীদের জোর করে নেওয়ানো হচ্ছে শপথ ৷ এমনই এক ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ৷ নেটিজেনদের অনেকে দাবি করেছেন এই ভিডিওটি আসলে মহারাষ্ট্রের অমরাবতীর মহিলা আর্টস অ্যান্ড কমার্স কলেজের ৷ ভিডিওতে দেখা গিয়েছে চান্দুর রেলস্টেশনের কাছে থাকা এই কলেজের ছাত্রীদের প্রেমে না পড়ার জন্য শপথ নেওয়ানো হচ্ছে ৷ সেখানে ছাত্রীদের দিয়ে বলানো হচ্ছে, ‘আমি শপথ নিচ্ছি, আমার বাবা-মায়ের উপর আমার পুরো বিশ্বাস রাখব ৷ কোনওদিনও কোনও প্রেমের সম্পর্কে জড়াব না ৷ চারপাশে ঘটা বিভিন্ন ঘটনা দেখে বলছি আমি কোনও দিন লাভ ম্যারেজ বা ভালবেসে বিয়ে করব না ৷ এমন কাউকে বিয়ে করব না যে পণ চাইবে ৷ যেখানেই যখন বিয়ে হোক না কেন কোনওদিনও পণ নিতে বা দিতে দেব না ৷ এটা আমার সামাজিক দায়িত্ব ও কর্তব্য ৷’ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই শপথ পাঠের কথা স্বীকার করেন এবং বলেন জোর করে নয়, বহু ছাত্রীই এই বিষয়ে কলেজের সঙ্গেই সহমত ৷ দেখে নিন সেই ভিডিও-
  Published by:Elina Datta
  First published: