#বেঙ্গালুরু: গোটা দেশে যখন টাকা নেই, টাকা নেই রব, তখন মন্ত্রীর মেয়ের বিয়ে হয় ৫০০ কোটি টাকা খরচ করে ৷ একদিকে গোটা দেশ যখন ৫০০ টাকা, ১০০০ হাজার টাকার নোট বাতিল নিয়ে নানা অশান্তি পোহাচ্ছে ৷ তখন মন্ত্রীর বাড়ির ৫০০ কোটির বিয়ে তখন শিরোনামে ৷ ঘটনা প্রকাশে আসার পর স্বভাবতই প্রশ্নের মুখে এসে পড়েন কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্দন রেড্ডি ৷ সোমবার রেড্ডির অফিসে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকরা ৷ এর আগে ২০১০-১১ সালে মাইনিং স্ক্যামে জড়িত থাকায় জেল হেফাজতে কাটাতে হয় তাকে ৷ পরে তিনি জামিনে ছাড়া পান ৷ জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই লো-প্রোফাইল রাখছিল রেড্ডি ৷ কিন্তু সম্প্রতি তার মেয়ের একটি ভিডিও তাকে ফের একবার লাইমলাইটে নিয়ে এসেছে ৷ বিয়েতে ছিল এলাহি ব্যবস্থা ৷ বিয়ের ছাদনাতলা থেকে গোটা বিয়ে বাড়িকে সাজানো হয়েছিল বাজিরাও মহলের আদলে ৷ বলিউড আর্ট ডিরেক্টরদের থেকে সাহায্য নিয়েই এই ধরণের বিয়ে বাড়ি সাজিয়ে তুলেছিলেন জনার্দন ৷ গোটা বিয়ে বাড়িতে যেন উঠে এসেছিল বরেলি ও চেন্নাইয়েক কাউল বাজার৷
শুধু এতেই শেষ নয়, খাবারের দিক থেকে কোনও কমতি রাখেননি রেড্ডি ৷ দেশ-বিদেশের খাবারের ভান্ডার ছিল গোটা বিয়ে বাড়িতে ৷ তথ্যসূত্র অনুযায়ী, প্রায় ৫০০০০ অতিথি নিমন্ত্রিত ছিল এই বিয়ে বাড়িতে ৷ রাখা হয়েছিল সাড়ে তিন হাজার মতো দেহরক্ষী ৷ তবে বিয়ের চমক শুরু হয়েছিল বিয়ে কার্ড থেকেই ৷ এলএডি ডিসপ্লে লাগানো বিয়ের কার্ড দিয়ে প্রথমেই চমকে দিয়েছিলেন মন্ত্রী রেড্ডি ৷ আর এবার একেবারে ৫০০ কোটি টাকার বিয়ে ৷
৫০০ টাকা ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর এই ধরণের ঘটনায় স্বভাবতই প্রশ্নের মুখে এসে পড়েছেন রেড্ডি ৷ তিনি স্পষ্টই জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান মিটে যাক ৷ শীঘ্রই গোটা খরচার হিসেবে সবার সামনে আনবেন বলে কথা দিয়েছেন জনার্দন রেড্ডি !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, ETV News Bangla, I-T Officials Visit Janardhan Reddy's Offices, Janardhan Reddy, Janardhan reddy daughter weddding, Karnataka mining scam, Mining scam