INX মিডিয়া মামলা: ২৭ ঘণ্টা পর কংগ্রেস কার্যালয়ে আত্মপ্রকাশ চিদম্বরমের, বললেন, মিথ্যাচার চলছে

দীর্ঘ ২৭ ঘণ্টা পর আত্মপ্রকাশ হয়ে চিদম্বরম বললেন, ইডি, সিবিআই কোনও চার্জশিট দেয়নি আমার বিরুদ্ধে৷ আইএনএক্স মামলায় দুর্নীতিতে আমি অভিযুক্ত নই৷

Bangla Editor | News18 Bangla
Updated:Aug 21, 2019 08:48 PM IST
INX মিডিয়া মামলা: ২৭ ঘণ্টা পর কংগ্রেস কার্যালয়ে আত্মপ্রকাশ চিদম্বরমের, বললেন, মিথ্যাচার চলছে
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম
Bangla Editor | News18 Bangla
Updated:Aug 21, 2019 08:48 PM IST

#নয়াদিল্লি: সিবিআই, ইডি লুকআউট নোটিস জারি করেছে৷ গ্রেফতারির খাঁড়া ঝুলছে মাথায়৷ এ হেন পরিস্থিতিতেই অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ ভাবে সিবিআই-ইডির তত্‍পরতাকে রাজনৈতিক মোড় দিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বলদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে চিদম্বরম দাবি করলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চলছে৷ চিদম্বরম যখন প্রেস কনফারেন্স করছেন, তখন সেখানে উপস্থিত সিবিআই এবং ইডি৷

কংগ্রেস অফিসে পি চিদম্বরম কংগ্রেস অফিসে পি চিদম্বরম

দীর্ঘ ২৭ ঘণ্টা পর আত্মপ্রকাশ হয়ে চিদম্বরম বললেন, 'ইডি, সিবিআই কোনও চার্জশিট দেয়নি আমার বিরুদ্ধে৷ আইএনএক্স মামলায় দুর্নীতিতে আমি অভিযুক্ত নই৷ সম্পূর্ণ মিথ্যাচার চলছে৷ আমার ছেলের বিরুদ্ধেও অভিযোগ নেই৷ আমি পালিয়ে বেড়াইনি৷ আইনি পরামর্শ নিতে ব্যস্ত ছিলাম৷ সুপ্রিম কোর্টের উপর আস্থা আছে৷ আমায় নিরাপত্তা দিক সুপ্রিম কোর্ট৷' সাংবাদিক সম্মেলন করেই বেরিয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে এ বার লুকআউট নোটিস জারি করল সিবিআই৷ বিদেশে যেতে পারবেন না চিদম্বরম৷ দেশ ছাড়তে অনুমতি নিতে হবে সিবিআই-এর৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রীর আগাম জামিনের আবেদনের শুনানি হবে৷ ফলে সিবিআই ও ইডি তার আগে গ্রেফতার করতে পারবে চিদম্বরমকে৷

INX মিডিয়া মামলায় প্রাক্তন পি চিদম্বরমের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ দিল্লি হাইকোর্টে চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই মঙ্গলবার সন্ধ্যায় চিদম্বরমের বাড়িতে যায় সিবিআই ও ইডি৷

Loading...

INX মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন, INX মিডিয়া কর্তৃপক্ষ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০৫ কোটি টাকা পেয়েছিল। অনুমতি দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের কাছ থেকে। ওই পরিমাণ অর্থ আইএনএক্স মিডিয়াকে পাইয়ে দিতে কী ভূমিকা ছিল পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদম্বরমের, তা-ও খতিয়ে দেখছে তদন্তকারীরা। ওই সময় চিদম্বরমের সঙ্গে বৈঠকও হয়েছিল ইন্দ্রাণী মুখোপাধ্যায় ও পিটার মুখোপাধ্যায়ের।

এই মামলায় ২০১৭ সালের ১৫ মে এফআইআর করে সিবিআই৷ টাকা পাওয়ার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের অনুমতি কী ভাবে মিলেছিল, তার তদন্ত করছে সিবিআই৷ আর্থিক তছরুপের তদন্ত করছে ইডি৷ ২০০৭ সালে INX মিডিয়া তৈরির সময় দুই অন্যতম কর্ণধার ছিলেন পিটার মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়৷ কার্তি চিদম্বরমের সঙ্গে মিলে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে দু জনের বিরুদ্ধেই৷ এছাড়া মেয়ে সিনা বোরাকে খুনেও মূল অভিযুক্ত ইন্দ্রাণী৷

First published: 08:47:19 PM Aug 21, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर