Home /News /national /
বীভৎস দুর্ঘটনা! মুহূর্তের মধ্যে শেষ ৫টি তাজা প্রাণ, থেঁতলে গেল শরীর, দেখুন ভয়ানক ভিডিও

বীভৎস দুর্ঘটনা! মুহূর্তের মধ্যে শেষ ৫টি তাজা প্রাণ, থেঁতলে গেল শরীর, দেখুন ভয়ানক ভিডিও

গাড়িটির দুমড়ানো মুচড়নো চেহারা দেখলেই বোঝা যায় যে ভিতরে থাকা যাত্রীদের কী ভয়নক ভাবে মৃত্যু হয়েছে৷

 • Share this:

  #হায়দরাবাদ: রাতের হায়দরাবাদে ভয়ানক দুর্ঘটনা৷ চোখের নিমেষে শেষ হয়ে গেল ৫টি তরতাজা প্রাণ৷ ১জন গুরুতর জখম৷ মৃতদের মধ্যে ১জন সফটওয়ার ইঞ্জিনিয়ার৷ দুর্ঘটনাটি ঘটে হায়দরাবাদের গুচিবউলির উইপ্রো সার্কেলে৷ রাত ৩টে নাগাদ হস্টেল থেকে বাইরে আসেন ৫ যুবক৷ তাদের নাম কাত্রাগড্ডা সন্তোষ, ভরদ্বাজ, পবন, রোশন, মনোহর৷ স্থানীয় মাধপুরের একটি হস্টেলে থাকতেন তাঁরা৷ রাতের বেলা গুচিবউলির উদ্দেশ্যে রওনা হন সকলে৷ তবে রাতের অন্ধকারে সিগনাল ব্যবস্থা মানতে ভুল হয় তাদের৷ উইপ্রো সার্কেলের সামনে লাল আলো উপেক্ষা করেই দ্রুত গতিতে এগিয়ে আসে তাদের গাড়ি৷ উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এর ফলে রাস্তার ধারে গাড়ি ও ট্রাক উল্টে যায় ও পাশে থাকা একটি পানীয় জলের কল ভেঙে গুড়িয়ে যায়৷ গাড়িটির দুমড়ানো মুচড়নো চেহারা দেখলেই বোঝা যায় যে ভিতরে থাকা যাত্রীদের কী ভয়নক ভাবে মৃত্যু হয়েছে৷ সকলের দেহই প্রায় থেঁতলে গিয়েছে৷ সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে যে গতির বলি হয়েছে ৫টি তাজা প্রাণ৷

  মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতদের পরিচয় জানা গিয়েছে৷ তাঁদের নাম কাত্রাগাড্ডা সন্তোষ, বাড়ি সাইগাইগুডেমে, দিবারাপল্লি মন্ডল, বাড়ি পশ্চিম গোদাবরী জেলায়৷ তিনি টেক মহিন্দ্রায় সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন পূর্ব গোদাবরী জেলার চিন্তা মনোহর, নেলোরের ভেদায়াপালেমের পবন কুমার৷ বিজয়াওয়ারার অজিত সিং নগরের পাপ্পু ভরদ্বাজ৷ অন্যদিকে নেলোর জেলার নাগিশেট্টি রোশন গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তার চিকিৎসা চলছে সেখানে৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Accident, Hyderabad

  পরবর্তী খবর