• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দেশ জুড়ে শিশু ধর্ষণ আটকাতে গরু পুজোয় মাতলেন পুরোহিত

দেশ জুড়ে শিশু ধর্ষণ আটকাতে গরু পুজোয় মাতলেন পুরোহিত

Representative Picture

Representative Picture

 • Share this:

  #হায়দরাবাদ: গত কয়েক বছর ধরে দেশ জুড়ে বেড়েই চলেছে শিশু ধর্ষণের ঘটনা ৷ এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন ৷ তবুও কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ধরণের মর্মান্তিক ঘটনা ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারি, উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ একই অবস্থা দেশ জুড়ে ৷

  সেই অবস্থার পরিবর্তন আনতেই এবার কোমর বেঁধে নেমে পড়লেন হায়দরাবাদের পুরোহিতরা ৷ দেশ জুড়ে শিশু ধর্ষণ আটকাতে এবার শুরু করলেন গরু পুজো ৷

  সম্প্রতি হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরে বিশেষ গুরু পুজোয় মেতে উঠলেন পুরোহিত ৷ তিনটি গরুকে তিনবার প্রদক্ষিণ করে চলল বিশেষ পুজো ৷ পুরোহিত জানিয়েছেন, ‘এই পুজোর মধ্যে দিয়েই দেশ জুড়ে হিংসাত্মক ঘটনার অবসান ঘটবে ৷ ’

  First published: