#হায়দরাবাদ: ফ্ল্যাটের মধ্যে চলছে গাঁজা চাষ ! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে হায়দরাবাদে মাণিকণ্ডা এলাকায় ৷ ঘটনায় ওই ফ্ল্যাটের মালিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ৩৩ বছরের অভিযুক্ত ব্যক্তিকে বেআইনি ভাবে নিজের তিন বেডরুম ফ্ল্যাটে গাঁজা চাষ করার অপরাধে গ্রেফতার করেছে পুলিশ ৷ ফ্ল্যাট থেকে ৮.৬ গাঁজা ও ৪০টি টবে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ ৷কারণটা নেহাতই দু’পয়সা বাড়তি রোজগারের লোভ। পুলিশের চোখে ফাঁকি দিয়ে অবিযুক্ত শায়েদ হুসেন ফ্ল্যাটের ভিতর গাঁজা চাষ করার মতো আশ্চর্য ধরণের এই পরিকল্পনা কেন ৷ পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল ৷ বেশ কয়েকদিন ধরেই তার উপর নজর রাখা হচ্ছিল ৷ পয়লা জানুয়ারি যখন তিনি গ্রাহকদের গাঁজা বিক্রি করছিলেন তখনই আচমকা হানা দিয়ে হাতেনাতে হুসেনকে ধরে ফেলে পুলিশ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Cannabis homegrown, ETV News Bangla, Ganja, Ganja inside 3-bhk, Hyderabad Man Held For Having a Mini Ganja Farm, Mini Ganja Farm Inside 3-BHK Flat