corona virus btn
corona virus btn
Loading

#Viral: বিয়ে সেরে উঠে একই পাত থেকে খাবার খাচ্ছেন স্বামী-স্ত্রী, তারপর যা যা হল দেখুন Tiktok ভিডিও

#Viral: বিয়ে সেরে উঠে একই পাত থেকে খাবার খাচ্ছেন স্বামী-স্ত্রী, তারপর যা যা হল দেখুন Tiktok ভিডিও
Photo Courtesy- Tiktok Video grab

দুই বউ দুই রূপ, একজন লজ্জায় রাঙা আর অন্য জন লজ্জাকে দেখাচ্ছেন বুড়ো আঙুল ...

  • Share this:

#বেঙ্গালুরু: বিয়ে - এই একটা শব্দে মানুষের জীবন বদলে যায় ৷ জীবনের একটা বড় চ্যাপ্টার যেটার মধ্যে দিয়ে সাধারণত প্রতিটা মানুষকেই কোনও না কোনও সময়ে যেতে হয় ৷ পৃথিবীর নানা প্রান্তেই শুধু নয় ,ভারতের এক এক অঞ্চলে বিয়ের নিজস্ব রীতিনীতি থাকে ৷ এই মুহূর্তে যে Tiktok ভিডিও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে তা হল একটি নব বিবাহিত দম্পতির ৷

বিয়ের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর খেতে বসেছেন সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী ৷ তাঁরা একই কলাপাতা থেকে খেতে শুরু করেছেন ৷ এই অবধি ভারি মিষ্টি ৷ কিন্তু এরপর যা হচ্ছে তা রীতিমতো অদ্ভুত ৷ দু‘জনেই একসঙ্গে পাতে ভাত মাখছেন , কিন্তু নতুন স্বামীর খেয়ালই নেই যে তাঁর স্ত্রী অন্যদিকে কোনও কিছুই পাচ্ছেন না ৷ আসলে সদ্য বিবাহিত স্ত্রী নিজের নববধূ সুলভ লজ্জার বশেই খাওয়ার থালায় কোনও আগ্রাসন দেখাতে পাচ্ছেন না ৷ দীপক দে নামের Tiktok ভিডিও প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড হয়েছে  ৷ যাতে প্রায় ৯০ হাজারের বেশি লাইক পাওয়া হয়ে গেছে ৷

 এই ভিডিওটি এরকম আবার আর একটি Viral Tiktok ভিডিওতে দেখা যাচ্ছে দুই মহিলা জমিয়ে খাচ্ছেন বিয়ে বাড়িতে  ৷ একমাথা সিঁদুর, হাতে ভর্তি চুড়ি, পরণে বেনারসি মহিলা জমিয়ে মুরগীর হাড় চিবোচ্ছেন ৷

আরও পড়ুন - উত্থিত নিতম্ব, টানটান বক্ষদেশ, পারফেক্ট ভুজঙ্গাসন শেখালেন মালাইকা অরোরা, দেখুন Viral Tiktok ভিডিও

হরিরাম নামের একজনের প্রোফাইল থেকে এই ভিডিও আপলোড হয়েছে ৷ এতে লাইকের সংখ্যা প্রায় লক্ষাধিক ৷

আরও দেখুন
First published: November 25, 2019, 11:07 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर