#কলকাতা: কয়েক দিন আগেই দুর্গাপুরের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Howrah Yashwantpur Duronto Express)৷ এবার বড়সড় দুর্ঘটনা এড়ালো যশবন্তপুর থেকে হাওড়াগামী ডাউন দুরন্ত এক্সপ্রেসও৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ ওডিশার হরিদাসপুর স্টেশনে লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন ও লাগেজ ভ্যান। যদিও ট্রেনের গতি কম থাকায় রক্ষা পায় বাকি কামরাগুলি৷
ঘটনার খবর পাওয়ার পরই ভদ্রক থেকে পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভ্যান ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় অ্যাম্বল্যান্স।
আরও পড়ুন: ফুঁসছে ঘূর্ণিঝড়! রাজ্যজুড়ে ‘জাওয়াদ’ সতর্কতা তুঙ্গে, বাতিল ১৪৪ টি ট্রেন, দেখুন তালিকা...
পরিস্থিতি খতিয়ে দেখে রেলের আধিকারিরা ঠিক করেছেন, ইঞ্জিন ও লাগেজ ভ্যানটিকে বিচ্ছিন্ন করে অন্য একটি ইঞ্জিন জুড়ে দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে ট্রেনটিকে। প্রথমে ট্রেনটির পিছনদিকে একটি ইঞ্জিন জুড়ে সেটিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
আরও পড়ুন: বর্ষশেষেই কি ছুটবে শিয়ালদহ মেট্রো? স্টেশন পরিদর্শন করে যা জানালেন মেট্রো অধিকর্তারা...
এর পর সামনের দিকে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে অন্য লাইন দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে৷ রেল সূত্রে খবর, গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ তা না হলে যাত্রীসমেত বগিগুলিও বেলাইন হওয়ার আশঙ্কা ছিল৷ চালকের ভুলে নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ৷
কয়েকদিন আগেই হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল৷ হাওড়াগামী ট্রেনটির যে লাইন ধরে আসার কথা ছিল, দুর্গাপুর স্টেশনের কাছে সেই লাইনেই বড়সড় ফাটল ধরা পড়ে৷ অন্য একটি ট্রেনের চালকের তৎপরতায় সেবার দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways