• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • গুগল দেখাবে ভবিষ্যৎ, খড়গপুর আইআইটিতে বক্তব্য রাখবেন সুন্দর পিচাই

গুগল দেখাবে ভবিষ্যৎ, খড়গপুর আইআইটিতে বক্তব্য রাখবেন সুন্দর পিচাই

File Photo

File Photo

গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও এবার বক্তব্য রাখতে চলেছেন

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #খড়গপুর: গোটা দুনিয়াকেই বদলে দিয়েছে গুগল ৷ এক সার্চেই হাতের মুঠোয় গোটা বিশ্ব ৷ সেই গুগলের সিইও এবার বক্তব্য রাখতে চলেছেন খড়গপুর আইআইটি-এর মঞ্চে ৷ বৃহস্পতিবার খড়গপুর আইআইটি-র মঞ্চে সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন সুন্দর পিচাই ৷ বক্তব্যে উঠে আসবে গুগল দেখবেন কীভাবে ? গুগলের ভবিষ্যৎ কি? সঙ্গে অবশ্য থাকবে, কীভাবে সাধারণ ঘরের ছেলে থেকে এত বড় মাপের জায়গায় পৌঁছলেন তিনি ৷

  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ খড়গপুরে বক্তব্য রাখবেন সুন্দর পিচাই ৷

  গত বছর ডিসেম্বর মাসে ভারতে এসেছিলেন সুন্দর পিচাই ৷ গুগলের দায়িত্বভার নেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম ভারত সফর ৷ দিল্লির শ্রীরাম কর্মাস কলেজের পড়ুয়াদের সামনে বক্তব্য রেখেছিলেন তিনি ৷ সেখানেও উঠে এসেছিল সুন্দর পিচাইয়ের স্বপ্ন পূরণের কথা ৷

  First published: