#নয়াদিল্লি: চাকরি-জীবন থেকে অবসরের পর একটি সুরক্ষিত ও নিরাপদ সেভিং স্কিম হল EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। কারণ এখান থেকে মিলবে ট্যাক্স ফ্রি রিটার্ন। ১৯৫২ সালে চালু হওয়া এই স্কিমে একজন কর্মী ও তার কর্ম প্রতিষ্ঠানের সমপরিমাণ টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে চাকরি থেকে অবসরের পর বা চাকরি বদলের সময়ে নানা ধরনের আবেদনের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকা টাকা তোলা যেতে পারে। নতুন নিয়ম বলছে, একজন কর্মী যদি একমাসের জন্য কর্মহীন থাকেন, তা হলে তাঁর PF অ্যাকাউন্টের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তুলতে পারেন। যদি বেকারত্ব দুই মাসের বেশি হয়, তা হলে বাকি ২৫ শতাংশও তোলা যাবে। কিন্তু কী ভাবে দেখা যাবে PF অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ? দেখে নেওয়া যাক এই বিষয়য়গুলি।
অ্যাপ থেকে শুরু করে নানা উপায়ে দেখা যেতে পারে PF অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ। এ ক্ষেত্রে প্রথমে উমং অ্যাপ (Umang App) ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এর পর প্রথমে EPFO ও পরে এমপ্লয়ি সেন্ট্রিক সার্ভিসেস (Employee Centric Services) অপশন সিলেক্ট করতে হবে। এ বার ব্যলেন্স চেক করার জন্য ভিউ পাসবুক (View Passbook) অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) এন্টার করতে হবে এবং OTP জেনারেট করতে হবে। রেজিস্টার মোবাইল নম্বরে OTP পৌঁছে গেলেই লগ-ইন করে ফেলতে হবে। পরে মেম্বার ID সিলেক্ট করার মাধ্যমে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে।
অ্যাপ ছাড়া অনলাইনেও অ্যাকাউন্ট স্টেটাস ও ব্যালেন্স চেক করা যাবে। এ ক্ষেত্রে EPFC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in-এ যেতে হবে। প্রথমে www.epfindia.gov.in ওয়েবসাইট খুলতে হবে। তার পর আওয়ার সার্ভিসেস (Our Services) ট্যাবে গিয়ে ফর এমপ্লয়িজ (For Employees) অপশনটিতে ক্লিক করতে হবে। এর পর একটি নতুন পেইজ খুলে যাবে। এখানে মেম্বার পাসবুক ( Member Passbook) অপশনে ক্লিক করতে হবে। মেম্বার পাসবুকে ক্লিক করার পর আপনাকে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে। লগ-ইন করা হয়ে গেলে মেম্বার ID সিলেক্ট করতে হবে। এর পরই সমস্ত বিস্তারিত তথ্য দেখা যাবে।