#নয়াদিল্লি: জিও-কে টেক্কা দিতে কোমরবেঁধে নেমে পড়েছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ গ্রাহকদের জন্য একের পর এক আর্কষণীয় অফার নিয়ে হাজির হয়ে চমকে দিয়েছে সকলকে ৷ এবার গ্রাহকদের জন্য আরও একটি দুর্দান্ত অফার নিয়ে এল দেশের সর্ববৃহত্তম মোবাইল সংস্থা ভোডাফোন ৷
নতুন এই অফারে মাত্র ৭ টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এবং ৪জি ডেটা ব্যবহারের সুযোগ।
মাই ভোডাফোন অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই প্ল্যানটি অ্যাক্টিভেট করতে পারবে ৷ এছাড়াও USSD নম্বরে কল করেও এই অফার অ্যাক্টিভেট করা যেতে পারবে ৷
ছাড়া, মাই ভোডাফোন অ্যাপে গিয়ে, সুপারপ্যাকস অপশনে ক্লিক করে অফারটি অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন। এই অফারে ভোডাফোন থেকে ভোডাফোনে লোকাল কল করা যাবে ৷ অফারটি বৈধতা ১ ঘণ্টার জন্য।
৭ টাকার পাশাপাশি ১৬ টাকার অফারে ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ৩জি-৪জি ডেটা ব্যবহার করতে পারবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Data wars, Unlimited 'SuperHour' Offers, Vodafone