#নয়াদিল্লি: গোটা বিশ্বে করোনা হাহাকার! করোনা সংক্রমণ থেকে বাঁচতে, ভ্যাকসিনের আশায় দিন গুনছে গোটা বিশ্ব। ইউনাইটেড কিংডম প্রথম ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পর এখন অন্যান্য দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা ভাবনায় পড়েছেন নিজেদের দেশ নিয়ে। ভ্যাকসিন দেশে এলে কীভাবে বন্টন করা হবে, তা নিয়ে ভারতবর্ষেও চলছে জল্পনা।
কিন্তু প্রশ্ন হল, আদৌ কি সকলের টিকাকরণের প্রয়োজন আছে?
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর প্রধান অধিকর্তা ডঃ বলরাম ভার্গব-এর মতে, জনে জনে ভ্যাকসিন দেওয়ার কোনও প্রয়োজন নেই। মোট জনসংখ্যার একটি বিশেষ অংশের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হলেই ভাইরাসের সংক্রমণের চেন ভেঙে যাবে।
ANANYA DEY