GST নীতিতে কিভাবে কমছে বা বাড়ছে জিনিসের দাম, দেখে নিন– News18 Bengali

GST নীতিতে কিভাবে কমছে বা বাড়ছে জিনিসের দাম, দেখে নিন

GST নীতিতে কিভাবে কমছে বা বাড়ছে জিনিসের দাম, দেখে নিন

Elina Datta | News18 Bangla
Updated:Jul 01, 2017 12:05 PM IST
GST নীতিতে কিভাবে কমছে বা বাড়ছে জিনিসের দাম, দেখে নিন
Elina Datta | News18 Bangla
Updated:Jul 01, 2017 12:05 PM IST

#নয়াদিল্লি: ১৭ বছরের অপেক্ষার শেষে চালু হল এক দেশ এক কর। ১৯৪৭ সালের পর ২০১৭। ৭০ বছর পর আবারও সংসদে মধ্যরাতের অধিবেশন। আবারও রচিত ইতিহাস ৷ মধ্যরাতের অধিবেশনে সংসদের সেন্ট্রাল হলে অ্যাপের মাধ্যমে চালু হল GST অর্থাৎ Goods and Services Tax ৷

ঘড়ির কাঁটা রাত ১২ টার ঘর ছুঁতেই অ্যাপের বোতাম টিপে এক দেশ এক কর-এর যাত্রা শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এরই সঙ্গে ১৭ ধরনের ট্যাক্স ও ২৩ ধরনের সেস-এর অবসান ঘটিয়ে লাগু হল GST ৷ পাঁচশোরও বেশি করের ধার ঘুচিয়ে এখন এক দেশ এক কর এক বাজার ৷

কেন্দ্রীয় করের বিলুপ্তিতে রয়েছে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অতিরিক্ত আবগারি ও কাস্টম ডিউটি, স্পেশাল অ্যাডিশনাল ডিউটি অফ কাস্টমস বা স্যাড, পরিষেবা কর ৷ পণ্য ও পরিষেবা প্রদানে সেস ও সারচার্জ ৷

রাজ্যের করের বিলুপ্তি রয়েছে, ভ্যাট, কেন্দ্রীয় বিক্রয় কর, পারচেজ ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, প্রবেশ কর, বিনোদর কর, বিজ্ঞাপন, লটারি, বাজি ও জুয়ায় কর, স্টেট সেস অ্যান্ড সারচার্জ ৷

এর ফলে আলপিন থেকে বিএমডাব্লুউ, সবজি থেকে সসেজ সবের দামেই হয়েছে পরিবর্তন ৷ অবসান হল ভ্যাট ট্যাক্স প্রথার ৷ কিন্তু কেমন করে বদলাচ্ছে দাম দেখুন উদাহরণ স্বরূপ ৷

এক নজরে দেখে নিন,

Loading...

দাম কমছে-

বিস্কুট, ওষুধ, আইসক্রিম, প্যাকেটজাত চা-কফি, ঘড়ি, চিজ, মশলা, সাবান, মাথার তেল, বাইক, টুথপেস্ট, কুকার, রেডিও ট্যাক্সি, বিমান ভাড়া (ইকনমি), কর্নফ্লেক্স, চাল, গম, ডাল, আটা, ময়দা, বেসন, দুধ, গুঁড়ো দুধ, তাজা শাকসব্জি, নুন, মুড়ি

দাম বাড়ছে-

জীবনদায়ি ওষুধ, ভুজিয়া, ভোজ্য তেল, ডিটারজেন্ট, ক্রিম, অনলাইন কেনাকাটা, মোবাইল ফোন, মোবাইল ফোনের বিল, বিমার প্রিমিয়াম, ব্যাঙ্কিং চার্জ, ইন্টারনেট, ওয়াইফাই, ডিটিএইচ পরিষেবা, স্কুল ফি, ক্যুরিয়র পরিষেবা,মাখন, ঘি, প্যাকেটজাত মুরগির মাংস, শুকনো ফল, সিগারেট, হুকো, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঠান্ডা পানীয়, ল্যাপটপ, কম্পিউটর, মনিটর, প্রিন্টার, ইস্ত্রি, মিক্সার গ্রাইন্ডার, জুসার, এয়ারকুলার, টিভি, রং, ছোট গাড়ি, চকোলেট, বাথরুম সামগ্রী, বিমান ভাড়া (বিজনেস), কম দামি পোশাক, কয়লা, ইস্পাত, স্যানিটারি ন্যাপকিন, রেস ক্লাবের বেটিং, ট্রেনের এসি টিকিট

আরও পড়ুন 

GST প্রভাবে বাঙালির প্রিয় মিষ্টি আর নোনতার কী অবস্থা হতে চলেছে পড়ুন...

আসুন দেখে নিই কোন জিনিসের বর্তমান দাম কী এবং GST চালুর পর পরিবর্তিত দাম কী হল,

বিমানের ইকোনমি ক্লাসের খরচ-

বতর্মানে কর- ৬%

GST-এর পর আরোপিত কর- ৫%

প্রসেসড খাবার-

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ৫%

হাজার টাকা কম রুম ট্যারিফের হোটেল

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ১২%

নন-এসি রেস্তোরাঁ

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ১২%

ব্র্যান্ডেড গুডস

বর্তমানে আরোপিত কর- ২৩%

GST-এর পর আরোপিত কর- ১৮%

প্রসাধনী দ্রব্য

বর্তমানে আরোপিত কর- ২৪-২৮%

GST-এর পর আরোপিত কর- ১৮%

ছোট গাড়ি

বর্তমানে আরোপিত কর- ৩০.২%

GST-এর পর আরোপিত কর- ২৮%+ সেস

বড় গাড়ি

বর্তমানে আরোপিত কর- ৪৯%

GST-এর পর আরোপিত কর- ২৮%

অন্যদিকে, খরচা বাড়বে

চা, কফি এবং মশলা-

বর্তমানে আরোপিত কর- ৩-৪%

GST-এর পর আরোপিত কর- ৫%

বিমানের বিজনেস ক্লাসের খরচ-

বর্তমানে আরোপিত কর- ৯%

GST-এর পর আরোপিত কর- ১২%

বিমার প্রিমিয়াম

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ১৮%

মোবাইলের খরচ (প্রিপেড-পোস্টপেড)

বর্তমানে আরোপিত কর- ১৫%

GST-এর পর আরোপিত কর- ১৮%

পাঁচতারা হোটেল

বর্তমানে আরোপিত কর- ২২%

GST-এর পর আরোপিত কর- ২৮%

নরম পানীয়

বর্তমানে আরোপিত কর- <২৮%

GST-এর পর আরোপিত কর- ২৮%

সিগারেট

বর্তমানে আরোপিত কর- ৩৯-৪২%

GST-এর পর আরোপিত কর- ২৮%+ ৫% সেস

বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স যন্ত্র

বর্তমানে আরোপিত কর- ২৩-২৮%

GST-এর পর আরোপিত কর- ২৮%

সিমেন্ট

বর্তমানে আরোপিত কর- ২৪-২৫%

GST-এর পর আরোপিত কর- ২৮%

রঙ

হচ্ছে - ২৫, ছিল- ২৮

ঘর সাজানোর সামগ্রী

হচ্ছে -১২      ছিল ১৮ থেকে ২৮

খাদ্যশস্য-

কর মুক্ত , আগে ছিল ০ - ১০

দুধ -

কর মুক্ত, আগে ছিল ০ - ১০

কাজু

আগে ছিল ১২ , এখন ৫ শতাংশ ,

সিনেমার টিকিট (১০০ টাকার কম)-

আগে ছিল ১৫, এখন ১৮

সিনেমার টিকিট (১০০ টাকার বেশি)-

আগে ছিল ১৫, এখন ২৮

শেভিং ক্রিম

আগে ছিল ২৬, এখন ২৮

পারিবারিক গাড়ি ৩৪ ২৯ ( জিএসটি + সেস)

First published: 12:05:13 PM Jul 01, 2017
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर