#নয়াদিল্লি: গত কয়েকদিনের উৎকন্ঠা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৃহস্পতি চিকিৎসকদের সম্মতিক্রমে AIIMS থেকে শাহকে ডিসচার্জ করা হয় ৷ শোনা গিয়েছে, কয়েকদিন বিশ্রাম নিয়ে শীঘ্রই সংসদের বাদ অধিবেশনে যোগ দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
গত ১২ সেপ্টেম্বর শ্বাসকষ্টের প্রবল সমস্যা হওয়ায় তৃতীয়বারের জন্য হাসপাতালে ভর্তি করতে হয় অমিত শাহকে ৷ স্বাধীনতা দিবসের আগের দিনই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু খুব বেশিদিন বাড়িতে থাকতে পারেননি সেবারেও৷ ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ সেবারে ১৭ অগাস্ট বেশি রাতে অমিত শাহকে ভর্তি করা হয় দিল্লির এইমসে ৷
দিল্লি এইমস থেকে গত ৩১ অগাস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু ফের কদিন যেতে না যেতেই অসুস্থ বোধ করায় শাহকে নিয়ে আসা হয় এইমসে ৷ এবারে সম্পূর্ণ সুস্থ বোধ করলে এদিন সন্ধেয় শাহকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা ৷ সোমবার তিনি সংসদের অধিবেশনে উপস্থিত হতে পারেন বলে খবর ৷