#কলকাতা : সুপার সাইক্লোনের ফণা ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷ এদিক ওদিকের কোনও সম্ভবনা না রেখে বাংলার বুকেই আমফানের ঝাঁপিয়ে পড়া কার্যত সময়ের অপেক্ষা৷ এবার কতটা শক্তি নিয়ে, কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার জন্যেই সতর্ক পশ্চিমবঙ্গ ৷ ১৯৯৯ সালে শেষবার সুপার সাইক্লোন দেখেছিল ভারতের পূর্ব উপকূল ৷ সেবার ধ্বংসলীলা হয়েছিল ওড়িশায় ৷
এবার সুপার সাইক্লোনের টার্গেট পশ্চিমবঙ্গ ৷ এই মারাত্মক বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে পশ্চিমবঙ্গকে সবরকম সাহায্যের অঙ্গীকার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন অমিত শাহ ৷ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীকে ফোন করে এই বিপর্যয় মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
রাজ্যের ‘আমফান’ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুজনে৷ কেন্দ্রের সবরকম সাহায্যের আশ্বাসেক পাশাপাশি অমিত শাহ মমতাকে জানিয়েছেন রাজ্য চাইলে ত্রাণ তৈরি৷
এদিকে এর আগে সোমবারই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করাটাই এখন বড় চ্যালেঞ্জের। এই অবস্থায় সোমবার বিকেল চারটের সময় জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান, ‘‘ ঘূর্ণিঝড় আমফানের জন্য সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ তা খতিয়ে দেখা হয়েছে ৷ বিপর্যয় মোকাবিলার পাশাপাশি উদ্ধারের সব প্ল্যানগুলিও আলোচনা করা হয়েছে ৷ সবাই সুরক্ষিত থাকুন ৷ সেটাই প্রার্থনা করছি ৷ পাশাপাশি যে কোনও সাহায্যের জন্য তৈরি কেন্দ্রীয় সরকার ৷ ’’
Reviewed the preparedness regarding the situation due to cyclone ‘Amphan.’ The response measures as well as evacuation plans were discussed. I pray for everyone's safety and assure all possible support from the Central Government. https://t.co/VJGCRE7jBO
— Narendra Modi (@narendramodi) May 18, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Cyclone Amphan, Mamata Banerjee, Super Cyclone Amphan