• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • দীপাবলির আগে প্রস্তুতি তুঙ্গে রায়গঞ্জের বন্দর আদি কালীমন্দিরে

দীপাবলির আগে প্রস্তুতি তুঙ্গে রায়গঞ্জের বন্দর আদি কালীমন্দিরে

মা কালী হলেন শক্তি রূপিনী দেবী ৷ দুর্বলকে শক্তি দিয়ে থাকেন একমাত্র তিনি আর দেবাদিদেব মহাদেব তিনি সমস্ত কিছু বাধা বিপত্তি মহাদশা দূর করে জীবনকে সুরভিত করে থাকে ৷

মা কালী হলেন শক্তি রূপিনী দেবী ৷ দুর্বলকে শক্তি দিয়ে থাকেন একমাত্র তিনি আর দেবাদিদেব মহাদেব তিনি সমস্ত কিছু বাধা বিপত্তি মহাদশা দূর করে জীবনকে সুরভিত করে থাকে ৷

প্রাচীন মন্দিরের প্রতি ইটে গেঁথে আছে ইতিহাস। অজস্র কাহিনীর ভার বইছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর আদি কালীবাড়ি।

 • Share this:

  #রায়গঞ্জ: প্রাচীন মন্দিরের প্রতি ইটে গেঁথে আছে ইতিহাস। অজস্র কাহিনীর ভার বইছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর আদি কালীবাড়ি। সাধক বামাখ্যাপার বংশধরের হাত ধরে নাকি শুরু হয়েছিল শ্যামাপুজো। পাঁচশ বছরের পুরনো পুজোয় দীপাবলিতে ভিড় জমান হাজার হাজার ভক্ত।

  কুলিক নদীর শান্ত জলে ছায়া ফেলে ভোরের সূর্য। জেগে ওঠে আরও একটা দিন। প্রাচীনত্বের কাহিনীতে আরও একটা পংক্তি যোগ হয়। পাঁচশ বছরের পুরনো কালীমন্দিরের চাতালে পা দিলেই ইতিহাসের গন্ধ ঠেকে নাকে। বটগাছের ঝুরিতে ধাক্কা খেয়ে ফিরে আসা ঘণ্টার শব্দে মিশে যায় ভক্তি আর নিষ্ঠা। প্রাচীন রীতি মেনেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর আদি কালীবাড়ির শ্যামাপুজো হয়। কবে পুজোর শুরু হয়, তা নিয়ে বিভিন্ন মতভেদ আছে। সাধক বামাখ্যাপার বংশধরেরাই নাকি শুরু করেছিলেন পুজো। বংশানুক্রমে তাঁরাই আদি কালীমন্দিরের সেবাইত।

  আবার এও শোনা যায়, এক পাঞ্জাবী সাধুই নাকি শুরু করেছিলেন পুজো। ভিন্নমত বলে, ডাকাতদলের উপাসনা থেকেই পুজোর প্রচলন।

  তান্ত্রিকমতে হওয়া পুজোয় বলি হয়। ভোগে দেওয়া হয় বোয়াল আর শোল।

  দিপান্বিতা কালীপুজোয় এপার বাংলার সঙ্গেই ওপার বাংলারও ভক্ত সমাগম হয়। দীপাবলির আগে প্রস্তুতি তুঙ্গে রায়গঞ্জের বন্দর আদি কালীমন্দিরে।

  First published: