Home /News /national /
জলহস্তির জন্মদিনে বিশেষ লাড্ডু ও কেকে চিড়িয়াখানায় বার্থ-ডে পার্টি

জলহস্তির জন্মদিনে বিশেষ লাড্ডু ও কেকে চিড়িয়াখানায় বার্থ-ডে পার্টি

জলহস্তির জন্মদিনে বিশেষ লাড্ডু ও কেকে চিড়িয়াখানায় বার্থ-ডে পার্টি

জলহস্তির জন্মদিনে বিশেষ লাড্ডু ও কেকে চিড়িয়াখানায় বার্থ-ডে পার্টি

২ বছরে পা দিল ছোট্ট মঙ্গল৷ খুদে জলহস্তির জন্মদিনে বার্থ-ডে পার্টির আয়োজন করল চিড়িয়াখানা৷ মঙ্গল আর তার মা ডিম্পির জন্য ছিল বিশেষ লাড্ডু৷ বিশেষ দিনে কর্মীরা সকলে মিলে কাটলেন একটি কেকও৷

 • Share this:

  #বদোদরা: ২ বছরে পা দিল ছোট্ট মঙ্গল৷ খুদে জলহস্তির জন্মদিনে বার্থ-ডে পার্টির আয়োজন করল চিড়িয়াখানা৷ মঙ্গল আর তার মা ডিম্পির জন্য ছিল বিশেষ লাড্ডু৷ বিশেষ দিনে কর্মীরা সকলে মিলে কাটলেন একটি কেকও৷ মন ছুঁয়ে নেওয়ার মতো ঘটনার সাক্ষী রইল গুজরাতের বদোদরার সায়াজি বাগ চিড়িয়াখানা৷ জলহস্তিগুলির দেখভালের দায়িত্বে রয়েছেন মোতি ভাই রভল৷ তিনি বললেন, "মনে হয় যেন নিজের সন্তানের জন্মদিন সেলিব্রেট করছি৷"

  মঙ্গলের জন্মদিন ছাড়াও গত শনিবার ছিল চিড়িয়াখানার ১৪২ তম প্রতিষ্ঠা দিবস৷ বদোদরার মিউনিসপ্যাল কমিশনার পি স্বরূপ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে৷ কেক কাটার প্রসঙ্গে তিনি বলেন, পশু-পাখিদের দেখভালের দায়িত্বে যাঁরা থাকেন, তাঁরাই চিড়িয়াখানার অবিচ্ছেদ্য অঙ্গ৷ এটা বিশেষ কাজ৷ পশুদের সঙ্গে তাঁদের একটা যোগসূত্র থাকে৷ তাই মোতি ভাই ও অনান্য কর্মীদের অনুপ্রাণিত করার জন্যই কেক কাটা হয়৷ শেষ কয়েক বছরে দেশে জলহস্তির সংখ্যা কমেছে বলেই রিপোর্ট৷

  Published by:Subhapam Saha
  First published:

  পরবর্তী খবর