Home /News /national /
স্ত্রী হিন্দু, স্বামী মুসলিম, বেঙ্গালুরুর হোটেলে ঘর পেলেন না দম্পতি !

স্ত্রী হিন্দু, স্বামী মুসলিম, বেঙ্গালুরুর হোটেলে ঘর পেলেন না দম্পতি !

বেঙালুরুর ন্যাশনাল ল’ কলেজে ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন কেরালা দিব্যা ডি ভি ৷

 • Share this:

  #বেঙালুরু: বেঙালুরুর ন্যাশনাল ল’ কলেজে ইন্টারভিউয়ের ডাক পেয়েছিলেন কেরালা দিব্যা ডি ভি ৷ স্বামী শাফিক হাকিমকেও সঙ্গে নিয়ে বেঙালুরুতে পৌঁছে ছিলেন দিব্যা ৷ কিন্তু হোটেলে চেকইন করতে গিয়েই নাকি বিপত্তি ৷ দিব্যা ও শাফিকের অভিযোগ দুই ভিন্ন সম্প্রদ্বায়ের হওয়ার ফলেই হোটেল কর্তৃপক্ষ হোটেলে রুম দিতে আগ্রাহ্য করল ৷

  মঙ্গলবার সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে পোস্ট করে হাকিম লিখলেন, ‘আমার স্ত্রীয়ের ইন্টারভিউ ছিল ন্যাশনাল ল কলেজে ৷ তাই আমি আর আমার কেরালা থেকে এসে বেঙালুরুতে একটি হোটেলে রুম নিতে চাই ৷ কিন্তু রুম নেওয়ার জন্য পরিচয় পত্র দেখানোর পরেই শুরু হয় বিপত্তি ৷ হোটেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দিব্যা ও শাফিক হওয়ার কারণেই আমরা আপনাদের রুম দিতে পারব না ৷ সরাসরিই আমাদের জানানো হয় মুসলিম ছেলে ও হিন্দু মেয়েদের রুম দেওয়া যাবে না ! শেষমেশ এক অটো ড্রাইভার আমাদের সাহায্য করে ও অন্য হোটেলে আমরা রুম পাই ৷ আমি হিউম্যান রাইটসের কাছে এই নিয়ে অভিযোগ জানাব ৷ ’

  First published:

  Tags: Bengaluru, Couple, Hotel

  পরবর্তী খবর