#মেরট: একেই বলে বিশ্বাসে মিলায় বস্তু ৷ দূষণ কমাতে ৫০০ কুইন্টাল কাঠ পুড়িয়ে ন’দিন ধরে মহাযজ্ঞ করলেন ৩০০ জন ব্রাহ্মণ। অদ্ভুত এই সিদ্ধান্ত নিয়েছে শ্রী অচ্যুতানন্দ মহাযজ্ঞ সমিতি। এক দুই কেজি নয় ৫০০ কুইন্টাল আম কাঠ পুড়িয়ে দূষণ সৃষ্টি করে দূষণ কমানোর এমন চেষ্টা আগে কেউ কোথাও দেখায়নি ৷ বিপুল পরিমাণ কাঠ পোড়ালে যে কী ভয়ানক দূষণ হয় তা সকলেই জানে ৷ অথচ মহাযজ্ঞে আয়োজকরা মনে করেন যে যজ্ঞের ফলেই বাতাশ পরিশোধিত হয়।
মেরটের বৈশালিতে ১২৫x১২৫ স্কোয়ার ফুটের বিরাট যজ্ঞশালায় মহাযজ্ঞ করতে দেখা যায় গেরুয়াধারী সন্ন্যাসীদের ৷ উত্তরপ্রদেশের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এই বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ যেহেতু বিষয়টি একটি নির্দিষ্ট ধর্মের সঙ্গে যুক্ত ৷ আয়োজকদের বিশ্বাস, এই পবিত্র ধোঁয়াতেই শুদ্ধ হবে বায়ুমন্ডল।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক অফিসার আর কে ত্যাগী বলছেন, দূষণ হওয়া স্বাভাবিক ৷ কিন্তু সঠিক নিয়ম নেই বলে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।