#গুয়াহাটি: অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ এ দিন গুয়াহাটিতে অসমের ১৫তম মূুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি৷ সর্বানন্দ সোনওয়ালের জায়গায় এ বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মাকে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব৷ শপথগ্রহণ অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিজেপি-র একাধিক শীর্ষ নেতারা৷ এ ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷
গতকাল, রবিবারই গুয়াহাটিতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ দলীয় বিধায়করাও এই প্রস্তাবকে সমর্থন করেন৷ এর পরেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান হিমন্ত বিশ্বশর্মা৷
১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় এবার ৬০টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ দলের দুই জোট শরিক এজিপি ৯টি এবং ইউপিপিএল ৬টি আসনে জয়ী হয়েছে৷ ২০১৬ সালে বিজেপি সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেই তুলে ধরে নির্বাচনে গিয়েছিল বিজেপি৷ এবার অবশ্য শুরু থেকেই দলের তরফে জানানো হয়, ভোটের ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে৷
৬ বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ এর পর উত্তর পূর্ব ভারতে বিজেপি-র শক্তিবৃদ্ধিতে বড় ভূমিকা নেন তিনি৷ দলের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ছাপিয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন হিমন্ত বিশ্বশর্মা৷ এ বার তাঁর মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা ছিল৷
শপথ গ্রহণের পরই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আপাতত অসমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।