হোম /খবর /দেশ /
সোনওয়াল যুগের অবসান, অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্ম

সোনওয়াল যুগের অবসান, অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

কোভিড পরিস্থিতে চোখ রাখতে মধ্যরাতে হাসপাতালে হিমন্ত বিশ্ব শর্মা৷ Photo-File Photo

কোভিড পরিস্থিতে চোখ রাখতে মধ্যরাতে হাসপাতালে হিমন্ত বিশ্ব শর্মা৷ Photo-File Photo

রবিবারই গুয়াহাটিতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি: অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ এ দিন গুয়াহাটিতে অসমের ১৫তম মূুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি৷ সর্বানন্দ সোনওয়ালের জায়গায় এ বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্বশর্মাকে বেছে নিয়েছে বিজেপি নেতৃত্ব৷ শপথগ্রহণ অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বিজেপি-র একাধিক শীর্ষ নেতারা৷ এ ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷

গতকাল, রবিবারই গুয়াহাটিতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ দলীয় বিধায়করাও এই প্রস্তাবকে সমর্থন করেন৷ এর পরেই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান হিমন্ত বিশ্বশর্মা৷

১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভায় এবার ৬০টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ দলের দুই জোট শরিক এজিপি ৯টি এবং ইউপিপিএল ৬টি আসনে জয়ী হয়েছে৷ ২০১৬ সালে বিজেপি সর্বানন্দ সোনওয়ালকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবেই তুলে ধরে নির্বাচনে গিয়েছিল বিজেপি৷ এবার অবশ্য শুরু থেকেই দলের তরফে জানানো হয়, ভোটের ফলপ্রকাশের পরই মুখ্যমন্ত্রীর নাম জানানো হবে৷

৬ বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন হিমন্ত বিশ্বশর্মা৷ এর পর উত্তর পূর্ব ভারতে বিজেপি-র শক্তিবৃদ্ধিতে বড় ভূমিকা নেন তিনি৷ দলের মধ্যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে ছাপিয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন হিমন্ত বিশ্বশর্মা৷ এ বার তাঁর মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা ছিল৷

শপথ গ্রহণের পরই হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আপাতত অসমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ৷

Published by:Debamoy Ghosh
First published: