#সাংলা: হিমাচল প্রদেশের সাংলা উপত্যকায় ভূমিধসে (Himachal Landslide) ৯ জনের মৃত্যু, আহত বহু৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১১ জন পর্যটক আহত হয়েছেন৷ একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে, যাতে দেখা গিয়েছে যে বড় বড় পাথরের চাঁই পাহাড় থেকে গড়িয়ে পড়ছে উপত্যকায়৷ ভিডিওতে উঠে আসছে যে, একের পর এক পাথরের চাঁইয়ে ধাক্কা খাচ্ছে পর্যটকদের গাড়ি৷ সেখানেই বেড়াতে গিয়েছিলেন জয়পুরের ৩৪ বছরের দীপা শর্মা। রবিবার এই মর্মান্তিক ঘটনার ২৫ মিনিট আগে বেড়ানোর ছবি ট্যুইটারে পোস্ট করেছিলেন তিনি। দুর্ভাগ্যবশত তখনও তিনি জানতেন না, সেটিই তাঁর শেষ পোস্ট হতে চলেছে।
হিমাচল প্রদেশের নাগাস্তি পোস্টের সামনে দাঁড়িয়ে নিজের একটি ছবি শেয়ার করে দীপা লিখেছেন, 'ভারতের শেষ সীমায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে সাধারণ মানুষদের ঢোকার অনুমতি রয়েছে। এই পয়েন্টের পর ৮০ কিলোমিটার আগে তিব্বতীদের সীমান্ত রয়েছে, যেখানে চিন অবৈধ ভাবে ঘাঁটি গেড়েছে।' এই ট্যুইটি দীপা পোস্ট করেছিলেন রবিবার ১২টা ৫৯ মিনিটে। এর পরই রবিবার দুপুর ১.২৫ মিনিটে খবর পাওয়া যায় চিটকুলা থেকে সাংলা যাওয়ার পথে বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধস হয়েছে ওই এলাকায়। বিশালাকার পাথর গড়িয়ে পড়ে মৃত্যু হয়েছে ৯ পর্যটকের। যাঁদের মধ্যে রয়েছেন দীপা শর্মাও।
Standing at the last point of India where civilians are allowed. Beyond this point around 80 kms ahead we have border with Tibet whom china has occupied illegally. pic.twitter.com/lQX6Ma41mG
— Dr.Deepa Sharma (@deepadoc) July 25, 2021
কিন্নরের এসপি সাজু রাম রানা জানান যে, আহত ১১ জনই পর্যটক, যাদের গাড়িতে ধাক্কা লাগে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাস্থলে চিকিৎসকদেরও পাঠানো হয়েছে৷ সাংলা-চিটকুল রোডের একটি ব্রিজের উপরে বিশাল বিশাল পাথর গড়িয়ে পড়ার ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত পরশু দিন ওই ব্রিজের সামনে দাঁড়িয়েও ছবি তুলে শেয়ার করেছিলেন দীপা। ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'প্রকৃতি মা-কে ছাড়া জীবন কিছুই না'। দুর্ভাগ্যবশত সেই প্রকৃতির গ্রাসেই জীবন শেষ হল দীপার।
Life is nothing without mother nature. ❤️ pic.twitter.com/5URLVYJ6oJ
— Dr.Deepa Sharma (@deepadoc) July 24, 2021
কিছুদিন আগেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে ধসের পূর্বাভাস দেওয়া হয় হিমাচল প্রদেশে৷ প্রবল বৃষ্টিপাতের সঙ্গেই ধসের আশঙ্কা প্রকাশ করা হয়৷ গত কয়েক বছর ধরেই এই এলাকায় ধসের খবর মিলছে ঘনঘন৷ রবিবারের ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমাচলের এই ধসে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Himachal Pradesh, PM Modi