• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • LIVE: জয়ী হওয়ার পর বিজেপির উদ্দেশ্যে ট্যুইটারে কী লিখলেন হেমা মালিনি!

LIVE: জয়ী হওয়ার পর বিজেপির উদ্দেশ্যে ট্যুইটারে কী লিখলেন হেমা মালিনি!

photo source collected

photo source collected

 • Share this:

  #মথুরা: এবারের লোকসভা নির্বাচনে মথুরা থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে ছিলেন হেমা মালিনি। আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই হাসি ফোটে হেমা মালিনির মুখে। বিপুল ভোটে জয়ী হন তিনি। এরপর নিজের ট্যুইটারে বিজেপির হয়ে পোস্ট করেন তিনি।

  তিনি লেখেন, 'মোদিজি আর অমিতজি আমাদের প্রধান নির্মাতা। তাঁদের জন্যই এই জয় সফল হয়েছে। আমি বিজেপির সমস্ত কর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, তাঁদের জন্যই আজ আমার জয় সফল হয়েছে।'

  First published: