#নয়াদিল্লি:বিশ্বজুড়ে করোনা ত্রাস ! ভারতেও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৮৷ একলাফে তা হয়ে যায় ৭৩৷ করোনা ভাইরাসের জেরে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটল ভারতে। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু বিবৃতিতে জানান, কর্নাটকে ছিয়াত্তর বছর বয়সি যে-বৃদ্ধের গত মঙ্গলবার মৃত্যু হয়েছিল, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কর্নাটক সরকার জানিয়েছে, ওই বৃদ্ধের লালারস পরীক্ষায় নোভেল করোনাভাইরাস পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও বিবৃতি দিয়ে ওই মৃত্যুর কথা জানিয়েছে।গোটা দেশে চালু হয়েছে করোনা ভাইরাসে যে-কোনওরকম সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর। একনজরে জেনে নিন কোন রাজ্যের কী নম্বর--অন্ধ্র প্রদেশ- ০৮৬৬২৪১০৯৭৮