#নয়াদিল্লি: হঠাৎই প্রবল ঝড়-বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে গেল রাজধানী দিল্লিয সোমবার বৃষ্টি ও ঝড়ের দাপট এতটাই ছিল যে বেশ কয়েকটি জায়গায় উপড়ে দেল গাছ। বিদ্যুতোর খুঁটি উপড়ে যাওয়ায় অন্ধকারে পড়ে রইল দিল্লির একাংশ। তাপমাত্রার পারদ এতই চড়েছিল যে দিল্লির মানুষ গরমে কার্যত অসহায় হয়ে গিয়েছিলেন। তার পর দফায় দফায় এই বৃষ্টির দাপট নতুন করে শান্তি এনেছে শহর জীবনে।
#WATCH | Delhi: Heavy rain and thunderstorm lashed the national capital this afternoon. Visuals from BJP headquarters. pic.twitter.com/k8TDvjAtQy
— ANI (@ANI) May 30, 2022
খবরে বলা হয়েছে, ঝড় ও বৃষ্টির কারণে বেশ কয়েকটি গাছ পড়ে যাওয়ার পর মান্ডি হাউস এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।
৫০ কিমি/ঘণ্টা বেগে ঝড় ও শহর জুড়ে বজ্রপাত ও বৃষ্টি দাপট বেশ কিছুক্ষণ চলেছে বলে খবর। দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা মরসুমের গড় থেকে এক বেশি, আবহাওয়া বিভাগ জানিয়েছে, সোমবার রাজধানীর আকাশ মেঘলা থাকবে। সকাল ৮.৩০ টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ৷ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আন্দাজ করা হচ্ছে। রবিবার সন্ধ্যায়ও রাজধানীর কিছু অংশে হালকা বৃষ্টি হয়েছিল এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা এই মৌসুমের জন্য স্বাভাবিক।#WATCH | Delhi: Heavy rain lashes various parts of the national capital.
(Visuals from Lodhi road & RK Ashram Marg) pic.twitter.com/p7jb0tt1J7 — ANI (@ANI) May 30, 2022
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi