রাজস্থান: রাজপ্রাসাদ, দুর্গ, মন্দির কিংবা স্মৃতিসৌধ, গোটা রাজস্থান জুরেই ছড়িয়ে-ছিটিয়ে হাজারো দ্রষ্টব্য স্থান। এরই মধ্যে অন্যতম হল হাওয়া মহল। রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত লাল এবং গোলাপি বেলেপাথরে তৈরি এক অপূর্ব সুন্দর স্থাপত্য। দেশ তো বটেই বিদেশ থেকেও বহু পর্যটক এই মহল দেখতে আসেন। গোলাপি রঙের বারান্দা, চিক দেওয়া জানালার এই হাওয়া মহল থেকে গোটা শহর দেখা যায়। কিন্তু শুধু এই একটিই নয়, রাজস্থানে রয়েছে আরও এক হাওয়া মহল।
পেশায় গাইড লাল সিং জানান, এই হাওয়া মহলটির দরজা ও জানলার সংখ্যা জয়পুরের হাওয়া মহলের তিনগুণ। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যায় শুধু দরজা-জানলা আটকাতে। জয়পুরের হাওয়া মহলের থেকে বড় চুরুর এই সুরানা হাভেলি। জয়পুরের হাওয়া মহল ৫-তলা, আর চুরুর হাভেলি ৬ তলা।
চুরুর এই হাওয়া মহল যেন প্রাচীন সময়ের জ্বলন্ত দলিল। গোটা হাভেলি জুরে সেই সময়ের নানা ছবি। কোথাও ফুটে উঠেছে দোলা-মারুর গল্প, কোথাও বা ধরা পড়েছে রাজপুত কোনও রাজার বীরগাঁথা।
চুরুর এই হাওয়া মহলকে ভুলুলাইয়াও বলা হয়। স্থানীয়রা বলেন, একবার দুই চোর এসেছিল হাভেলিতে চুরি করতে। চুরি করে বেরনোর সময় চোর বাবাজিদের সে কী করুণ দশা! রাস্তা আর খুঁজেই পায় না! শেষমেশ খোদ হাভেলির মালিক এলেন ময়দানে, চোরদের সহায়তায়! রীতিমত ম্যাপ দেখে খুঁজে বের করা হল বাড়ির বাইরে বেরবার রাস্তা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajasthan