#নয়াদিল্লি: হরিয়ানার এক পুলিশ অফিসারকে পিষে মারল খনি মাফিয়ার দল। এই নৃশংস ঘটনাটি ঘটেছে সে রাজ্যের নুহ জেলায়। হরিয়ানা পুলিশে ডেপুটি সুপারিন্টেডেন্ট সুরেন্দ্রনাথ সিং তাউরু জেলায় কর্মরত ছিলেন। তিনি নুহ জেলায় একটি বেআইনি খনি চলার খবর পেয়ে সেটি বন্ধ করতে যান। সেখানেই একটি ট্রাককে হাতে-নাতে ধরে ফেলেন তিনি। ট্রাকটিকে দূর থেকে আসতে দেখে দাঁড়াতে বলেন। সেখানে কাগজপত্র ও মালপত্র খতিয়ে দেখার কথা ছিল তাঁর। কিন্তু পুলিশ দেখেই আতঙ্কে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় চালক। তাতেই, মানে সেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ডেপুটি পুলিশ সুপারের।
আরও পড়ুন :অবিশ্বাস্য! পৃথিবী থেকে বুলেট ট্রেনে চড়ে সোজা চাঁদে! জেনে নিন কীভাবে
ঘটনার পরেই তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন হরিয়ানার মন্ত্রী মুলচাঁদ শর্মা। তিনি বলেছেন, ঘটনার পরে এলাকায় গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই ডিএসপি-র মৃত্যুর তদন্তের পাশাপাশি, কোথায় অবৈধ খনি চলছে, তা খুঁজে দেখবেন পুলিশের আধিকারিকরা। সেই খনি অবিলম্বে বন্ধ করা হবে। উল্লেখ্য, আগামী তিন মাসেই চাকরি জীবন থেকে অবসর নেওয়ার কথা ছিল সুরেন্দ্রনাথের। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পুলিশ, প্রশাসনের অন্দরে।
ইতিমধ্যে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এই ঘাতক লরির চালকের সন্ধান শুরু করেছে পুলিশ। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলেও পুলিশ জানিয়েছে। সে রাজ্যের সরকারি পরিসংখ্যান বলছেন, ২০১৫ সাল থেকে প্রতিবছর ৫০টি পৃথক-পৃথক অবৈধ খনি চালানোর মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। সেগুলির অভিযোগও জমা পড়েছে। মাঝে মাঝেই এখানে অবৈধ খনির মাফিয়াদের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু মঙ্গলবারের ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Haryana