#চণ্ডীগড়: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple in Ayodhya) নির্মাণের জন্য ৫ লক্ষ ১০ হাজার টাকা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (M L Khattar)৷ রবিবার 'শ্রী রামা জন্মভূমি তীর্থ ক্ষেত্র'কে (Sri Rama Janmabhoomi Teerth Kshetra) এই অঙ্কের চেক কেটে দেন খট্টর৷ সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে যে, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস নিধি সমর্পণ অভিযান' (Sri Ram Janam Bhoomi Tirtha Shetra Nyas Nidhi Samparan Abhiyan) কমিটিকে এই চেক তুলে দেন৷ বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) সচিব ডাক্তার সুরেন্দ্র জৈন জানিয়েছেন, চেক প্রদান অনুষ্ঠানে রাম মন্দিরের একটি ছবিও হরিয়ানার মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে৷ খট্টর তাঁর অফিসিয়াল ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করেছেন৷
जय श्री राम !
अयोध्या में मर्यादापुरुषोत्तम भगवान श्री राम जी के भव्य मन्दिर निर्माण हेतु ‘श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र न्यास निधि समर्पण अभियान’ के अंतर्गत प्रभु के चरणों में एक छोटा सा योगदान समर्पित करने का सौभाग्य प्राप्त हुआ।https://t.co/2RoPbhzhng pic.twitter.com/jb8H5b6Mom — Manohar Lal (@mlkhattar) January 31, 2021
গত ১৫ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি মিলে গোটা দেশে জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের৷ শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির৷ প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ লক্ষ টাকার অনুদান দিয়েছেন৷ শুরুর তিন দিনেই ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করে রেকর্ড গড়েছে রাম মন্দির ট্রাস্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।