হোম /খবর /দেশ /
অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ৫.১০ লক্ষ টাকা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর

অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ৫.১০ লক্ষ টাকা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টর

Haryana CM M L Khattar contributes Rs 5 lakh 10 thousand for construction of Ram Temple in Ayodhya

Haryana CM M L Khattar contributes Rs 5 lakh 10 thousand for construction of Ram Temple in Ayodhya

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (M L Khattar) অযোধ্যায় রাম মন্দির (Ram Temple in Ayodhya) নির্মাণের জন্য ৫ লক্ষ ১০ হাজার টাকা দিলেন৷ রবিবার 'শ্রী রামা জন্মভূমি তীর্থ ক্ষেত্র'কে (Sri Rama Janmabhoomi Teerth Kshetra) এই অঙ্কের চেক কেটে দেন৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#চণ্ডীগড়: অযোধ্যায় রাম মন্দির (Ram Temple in Ayodhya) নির্মাণের জন্য ৫ লক্ষ ১০ হাজার টাকা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (M L Khattar)৷ রবিবার 'শ্রী রামা জন্মভূমি তীর্থ ক্ষেত্র'কে (Sri Rama Janmabhoomi Teerth Kshetra) এই অঙ্কের চেক কেটে দেন খট্টর৷ সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে যে, 'শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস নিধি সমর্পণ অভিযান' (Sri Ram Janam Bhoomi Tirtha Shetra Nyas Nidhi Samparan Abhiyan) কমিটিকে এই চেক তুলে দেন৷ বিশ্ব হিন্দু পরিষদের (Vishwa Hindu Parishad) সচিব ডাক্তার সুরেন্দ্র জৈন জানিয়েছেন, চেক প্রদান অনুষ্ঠানে রাম মন্দিরের একটি ছবিও হরিয়ানার মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে৷ খট্টর তাঁর অফিসিয়াল ট্যুইটারে সেই ভিডিও পোস্ট করেছেন৷

গত ১৫ জানুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও ভিএইচপি মিলে গোটা দেশে জুড়ে রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের প্রায় ১৩ কোটি পরিবারে পৌঁছে যাওয়ার লক্ষ্য রয়েছে তাদের৷ শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান নাম দেওয়া হয়েছে এই কর্মসূচির৷ প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৬ লক্ষ টাকার অনুদান দিয়েছেন৷ শুরুর তিন দিনেই ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করে রেকর্ড গড়েছে রাম মন্দির ট্রাস্ট।

Published by:Subhapam Saha
First published: