#হরিদ্বার:অনিল কাপূরের ‘নায়ক’ ছবির কথা মনে পড়ে? মাত্র ২৪ ঘণ্টার জন্য তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে এ বার সিনেমা নয় বাস্তবেই ঘটতে চলেছে সেই ঘটনা। আগামী ২৪ জানুয়ারি, একদিনের জন্য উওরাখণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হরিদ্বারের বাসিন্দা সৃষ্টি গোস্বামী। মাত্র একদিনের জন্য হলেও রাজ্যের গুরুদায়িত্ব সামলানোর ভার পেলেন ১৯ বছরের এই সাবালিকা। ২৪ জানুয়ারি 'জাতীয় বালিকা দিবস' পালনের দিন সৃষ্টিকে মুখ্যমন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।উওরাখণ্ডের রাজধানী গেইরসন থেকে তিনি দায়িত্ব সামলাবেন। রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন প্রকল্পের পুনরায় পর্যালোচনা করবেন সৃষ্টি।তৃতীয় বর্ষের বিএসসি-র ছাত্রী সৃষ্টি বলেছেন, "এটা সত্যি যে আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। আমি এতটাই অভিভূত। তবে একইসঙ্গে আমি কথা দিচ্ছি, আমার যথাসাধ্য চেষ্টা করব, যে প্রশাসনের কাজে যুব সমাজ দক্ষ হতে পারেন।"তিনি যে কয়েকটি প্রকল্প পর্যালোচনা করবেন তার মধ্যে রয়েছে ‘অটল আয়ুষ্মান প্রকল্প’, ‘স্মার্ট সিটি প্রকল্প’, ‘পর্যটন বিভাগের হোমস্টে প্রকল্প’ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প। ২০১৮ সাল থেকে সৃষ্টি রাজ্যের শিশু বিধানসভার মুখ্য পদে রয়েছেন।রাজ্য সরকারের এক কর্তৃপক্ষ জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করার আগে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা তাকে বিশদ উপস্থাপনা করবেন। এই বিষয়ে উওরাখণ্ডের শিশু অধিকার সংরক্ষণ কমিশন একটি চিঠি লিখেছেন রাজ্যের মুখ্য সচিবকে।
কমিশনের প্রধান উপদেষ্টা উষা নেগি বলেছিলেন, "গেইরসনে রাজ্য বিধানসভা ভবনে ইতিমধ্যেই আগামী ২৪ ঘণ্টার মুখমন্ত্রীর জন্য সব রকমের ব্যবস্থা করা হয়েছে। সৃষ্টির প্রায় দু’বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। আমরা তাঁর দক্ষতা সম্পর্কে অবগত। তাই ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।
Published by:Somosree Das
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।