corona virus btn
corona virus btn
Loading

জ্বালানি ছিল বিমানে, চাইলেই অন্য বিমানবন্দরে যেতে পারতেন পাইলট, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

জ্বালানি ছিল বিমানে, চাইলেই অন্য বিমানবন্দরে যেতে পারতেন পাইলট, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
দুর্ঘটনাস্থলে হরদীপ পুরী৷ PHOTO- ANI

নিছক অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে না পৌঁছে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

  • Share this:

#কোঝিকোড়: কোঝিকোড়ে অবতরণের ক্ষেত্রে সমস্যা হলে চাইলেই নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরে চলে যেতে পারতেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পাইলট৷ তার জন্য বিমানে পর্যাপ্ত জ্বালানিও ছিল৷ এমনই দাবি করেছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ পুরী৷

শুক্রবার রাতে কোঝিকোড়ের কারুইপুর বিমানবন্দরে অবতরণের সময় দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি রানওয়ে থেকে পিছলে খাদে গিয়ে পড়ে৷ ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৷ মৃতদের মধ্যে পাইলট এবং কো-পাইলট রয়েছেন৷ প্রায় দেড়শোজন আহতের চিকিৎসা চলছে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে৷

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, প্রবল বর্ষণের মধ্যে প্রথমবারের চেষ্টায় কারিপুর বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হন পাইলট৷ এর পর বিমানটির মুখ ঘুরিয়ে অন্য দিক দিয়ে অবতরণের চেষ্টা করেন তিনি৷ তার পরই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ রানওয়ে থেকে পিছলে গিয়ে খাদের মধ্যে গিয়ে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি৷

তবে নিছক অনুমানের ভিত্তিতে কোনও সিদ্ধান্তে না পৌঁছে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ কারণ দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে অনেকগুলি বিষয় উঠে আসছে৷ প্রবল বর্ষণের জন্য দৃশ্যমানতা কমে যাওয়া, রানওয়ের নির্দিষ্ট জায়গার থেকে এক কিলোমিটার এগিয়ে অবতরণ, রানওয়ের প্রয়োজনীয় পরীক্ষা না হওয়ার মতো নানা কারণ উঠে আসছে৷

এ দিনই দুর্ঘটনাস্থলে পৌঁছন হরদীপ পুরী৷ সেখানেই তিনি দাবি করেন, এয়ার ইন্ডিয়ার সিএমডি তাঁকে জানিয়েছেন যে ওই বিমানে যে পরিমাণ জ্বালানি ছিল তাতে চাইলেই কোঝিকোড়ের বদলে অন্য কোনও বিমানবন্দরে গিয়ে অবতরণ করার চেষ্টা করতে পারত বিমানটি৷ ফলে সেই সুযোগ থাকলেও কেন ঝুঁকি নিয়ে ওই বিমানবন্দরেই পাইলট বিমানটি নিয়ে নামার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়৷ সেই কারণে অনুমানের ভিত্তিতে কিছু না বলে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন কেন্দ্রীয় মন্ত্রী৷

Published by: Debamoy Ghosh
First published: August 8, 2020, 6:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर