#নয়াদিল্লি: ভারতে প্রায় অর্ধেকের বেশি গর্ভধারণ অবাঞ্ছিত ৷ এর জেরে ২০১৫ সালে ভারতে প্রায় ১৫.৬ মিলিয়ান গর্ভপাত হয়েছে ৷ সম্প্রতি দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ মেডিকাল জার্নালে উঠে এসেছে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য ৷
ডা: সুশীলা সিং জানিয়েছেন, ‘ভারতে বেশিরভাগ মহিলা সচেতনতার অভাবে অনেক সময় বিপজ্জনক পদ্ধাতিতে গর্ভপাত করিয়ে থাকেন ৷’ প্রায় ৮১ শতাংশ বাড়িতে অসুধ খেয়ে গর্ভপাত করিয়ে থাকেন ৷ এছাড়াও পরিষেবার অভাবের তারা বাধ্য হন বিভিন্ন পদ্ধতিতে গর্ভপাত করাতে ৷
গবেষণায় জানা গিয়েছে, প্রশিক্ষিত কর্মীর অভাব এবং পরিকাঠামো না থাকায় অনেকে স্বাস্থ্য কেন্দ্রে গর্ভপাতে পরিষেবা মেলে না ৷ ৮১ শতাংশ অসুধ খেয়ে, ১৪ শতাংশ হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করে ও বাকি ৫ শতাংশ অন্যান্য বিপজ্জনক উপায়ে গর্ভপাত করে থাকেন ৷
১৫ থেকে ৪৯ বয়সের মহিলার মধ্যে প্রত্যেক ১০০০ জনে ৪৭ জন গর্ভপাত করে থাকেন ৷
গবেষণায় আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷ ২০১৫ সালে ৪৮.১ মিলিয়ান গর্ভধারণে মধ্যে অর্ধেক অবাঞ্ছিত ৷ ১৫ থেকে ৪৯ বছর বয়সের মহিলার মধ্যে প্রত্যেক ১০০০ মহিলার মধ্যে ৭০ জনের প্রেগন্যান্সি অবাঞ্ছিত ৷ বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ৬৭, নেপাল ৬৮ ৷ তবে পাকিস্তানে এর রেট অনেকটাই বেশি (৯৩) ৷