Coronavirus: হাউজিং কমপ্লেক্সে শঙ্খ বাজিয়ে গায়েত্রী মন্ত্র জপ করলেন বাসিন্দারা ! ইতালির পর গুরুগ্রামের ভিডিও ভাইরাল

Coronavirus: হাউজিং কমপ্লেক্সে শঙ্খ বাজিয়ে গায়েত্রী মন্ত্র জপ করলেন বাসিন্দারা ! ইতালির পর গুরুগ্রামের ভিডিও ভাইরাল

তবে এবার ইতালি নয়, বরং এদেশে ঘটল এমন ঘটনা ৷

  • Share this:

#নয়াদিল্লি: করোনার জেরে দেশের প্রায় সব রাজ্যেই মানুষজন এখন প্রায় গৃহবন্দি ৷ ঘরে বসে অনেকেই করছেন অফিসের কাজ ৷ স্কুল বন্ধ, কলেজ বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে ঘরের সব সদস্যরাই বাড়িতে সময় কাটাচ্ছেন ৷ এই অবস্থায় যদি মানসিক শান্তির জন্য একজোট হওয়া যায়, তাহলে ক্ষতি কি?

ঠিক এরকম ভাবনা নিয়েই ইতালিতে কোয়ারেনন্টাইনে থাকা মানুষেরা গলা মিলিয়ে ছিলেন ইতালিয়ান গানে ৷ তবে এবার ইতালি নয়, বরং এদেশে ঘটল এমন ঘটনা ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হল একটি ভিডিও ৷ ভিডিওটি গুরুগ্রামের একটি হাউজিং কমপ্লেক্সের ৷ যেখানে বারান্দায় বেরিয়ে এসে শাঁখ বাজিয়ে, ঘন্টা সহযোগে একসঙ্গে সবাই জপ করতে শুরু করলেন গায়েত্রী মন্ত্র৷ করোনা আতঙ্কের মাঝে মানসিক শান্তি দিতে এই পদক্ষেপ সত্যিই প্রশংসাযোগ্য৷

দেখুন সেই ভিডিও----

First published: March 18, 2020, 9:21 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर